Bankura News:পাশে কোতুলপুরের বিধায়ক, বিজেপি নেতাদের ঘর ছাড়া করার 'হুঁশিয়ারি' দিলেন তৃণমূল ব্লক সভাপতি
TMC Block President Threatened: বিজেপি নেতাদের ঘর ছাড়া করার হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার জয়পুরের তৃণমূল ব্লক সভাপতি।
তুহিন অধিকারী, বাঁকুড়া: বিজেপি নেতাদের ঘর ছাড়া করার হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার জয়পুরের তৃণমূল ব্লক সভাপতি। সদ্য় বজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কোতলপুরের বিধায়ক হরকালি প্রতিহারকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি।
কী অভিযোগ?
অভিযোগের তির বাঁকুড়ার জয়পুর ব্লকের তৃণমূলের সভাপতি কৌশিক বটব্যালের দিক। একাংশের দাবি, তিনি বলেছেন, 'বিজেপির যে সমস্ত ছোট বড় যে নেতারা ২০২৪-এর লোকসভা ভোটে ভোট চাইতে আসবে, তাঁদের ঘেরাও করুন এবংঘর ছাড়া করুন।' কৌশিক বটব্যালের বিরুদ্ধে এই অভিযোগ ঘিরেই ফের আলোচনায় হুমকি-হুঁশিয়ারির রাজনীতি। কয়েক দিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার। রবিবার তাঁকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে ১০০ দিনের কাজের টাকার দাবি জানাতে গিয়ে বিজেপি নেতাদের হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। অভিযোগ, কৌশিক বলেন, '২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির যে সমস্ত নেতা, তাতে কেন্দ্রের নেতাই হোক, রাজ্য়ের নেতাই হোক, বিরোধী দলনেতা হোক, তাঁরা যদি মানুষের কাছে ভোট চাইতে আসেন, আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের একজন সৈনিক হিসেবে তাঁদের ঘেরাও করে রাখুন, তাঁদের বাংলা ছাড়া করুন। এই প্রতিবাদ আমরা আগামী দিনে নামিয়ে আনব।' কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিধায়কও। কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার বলেন, 'পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা কথা দিয়েও সে টাকা-কথা রাখেনি। সেই জন্য় আগামী দিনে বিজেপির যে নেতারা ভোট চাইতে যাবেন, তাঁদের প্রশ্ন করবেন যে আপনারা যে ২০২৪ সালের মধ্য়ে আবাস যোজনায় প্রতিটি গরিব মানুষকে মাথায় ছাদ করে দেবেন প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছিলেন। ৫ বছর অতিক্রান্ত হয়ে যাওযার পরেও কেন একটা বাড়ি হয়নি?'
পাল্টা বিজেপির...
এই নিয়ে বিজেপির বিষ্ণুুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, 'কু-কথার কেন্দ্র হচ্ছে তৃণমূল কংগ্রেস। কু-কথা, দুর্নীতি, অপকাজ, দুর্নীতি, তোলাবাজি এসবের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। কালকে সৌমিত্র খাঁ নাকি কু-কথা বলেছে বলে তাকে জামিন নিতে হয়েছে। এখানে পুলিশ মামলা করবে? প্রশাসনটা পর্যন্ত আজকে দলদাসে পরিণত হয়েছে।' প্রসঙ্গত, এর আগে শাসক-বিরোধী দুই শিবিরের বিরুদ্ধেই কু-কথার অভিযোগ উঠেছে। এবার তৃণমূল নেতার 'হুঁশিয়ারি' ঘিরে জেলার রাজনীতিতে ফের তুঙ্গে উঠল তরজা।