Sagardighi By-Poll : মনোনয়ন জমা, গড় ধরে রাখতে পারবেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী ?
TMC : আজ প্রথমে বহরমপুরে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়
রাজীব চৌধুরী, সাগরদিঘি : মনোনয়ন জমা দিলেন সাগরদিঘির (Sagardighi) তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate) দেবাশিস বন্দ্যোপাধ্যায় (Debashish Banerjee)। আজ প্রথমে বহরমপুরে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। পরে মিছিল করে গিয়ে বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন।
এদিন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়-সহ দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়েই মনোনয়ন দিতে যান তৃণমূল প্রার্থী।
গতবছর ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। ২০ দিনের মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ২৭ ফেব্রুয়ারি সেখানে উপনির্বাচন হবে।
একনজরে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র-
১৯৭৭ থেকে ২০১১- একটানা বামেদের দখলে ছিল এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে রাজ্যে শাসকের সঙ্গে বদলে যায় সাগরদিঘির রং। এরপর, ২০২১ পর্যন্ত সাগরদিঘির রাশ ছিল তৃণমূলের হাতে।
২০২১-এর ভোটে সাগরদিঘিতে দ্বিতীয়স্থানে ছিল বিজেপি। জোটে লড়ে তৃতীয় স্থান পেয়েছিল বাম-কংগ্রেস। এবার, এখনও পর্যন্ত সাগরদিঘিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বামেরা। পৃথকভাবে, কংগ্রেসের তরফে বাইরন বিশ্বাস মনোনয়ন জমা দিলেও, বামেদের সমর্থন চেয়ে বিমান বসুকে চিঠি দিয়েছেন অধীর চৌধুরী। জানা গেছে, সাগরদিঘিতে কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না, চূড়ান্ত করতে আজ, শুক্রবার বৈঠক বামেদের।
সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা দিলীপ সাহা। এর আগে ২০১৬-র বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়ে পরাজিত হন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন দিলীপ সাহা।
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার মধ্য়েই মুর্শিদাবাদের সাগরদিঘিতে শুরু হয়েছে উপনির্বাচনের তোড়জোড়। সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। ২৪৬টি বুথে মোতায়েন করা হবে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১২ ফেব্রুয়ারিই সাগরদিঘিতে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, সাগরদিঘি বিধাসভা উপ নির্বাচের ফল প্রকাশ ২ মার্চ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৪৬টি বুথের সবক'টিতেই থাকবে বাহিনী। থাকবেন ৩ জন অবজার্ভার। ১২ ফেব্রুয়ারিই সাগরদিঘিতে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন ; সাগরদিঘি উপনির্বাচন বামেদের সমর্থন চেয়ে চিঠি কংগ্রেসের, ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়েই