(Source: ECI/ABP News/ABP Majha)
TMC Update: প্রয়াগরাজে নৃশংস খুন, যোগীরাজ্যে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Prayagraj Murder: প্রয়াগরাজে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে কী ঘটনা ঘটেছিল, তা জানার চেষ্টা করবে তৃণমূলের ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: যোগীরাজ্যে এক শিশু-সহ একই পরিবারের পাঁচজনকে গলার নলি কেটে নৃশংসভাবে খুনের ঘটনায় রবিবার প্রয়াগরাজ (Prayagraj Murder) গেল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম (TMC Fact Finding Team)। দলে রয়েছেন সাংসদ দোলা সেন, প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, তৃণমূলের জাতীয় মুখপাত্র ও RTI কর্মী সাকেত গোখেল এবং উত্তরপ্রদেশের (Uttar Pradesh News) তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠি।
খুনের ঘটনায় প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
প্রয়াগরাজে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে কী ঘটনা ঘটেছিল, তা জানার চেষ্টা করবে তৃণমূলের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এর আগে জাহাঙ্গিরপুরীতেও ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় তৃণমূল। ঘটনাস্থলে যাওয়ার আগেই আটকে দেয় দিল্লি পুলিশ।
শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে নৃশংস খুনের ঘটনা সামনে এসেছে। সেখানে একই পরিবারের ৫ জনকে পাথর ছুড়ে খুনের অভিযোগ। থরভই থানা এলাকার খেবরাজপুর গ্রামের এই ঘটনায় মৃতদের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ধর্ষণে বাধা দেওয়াতেই গোটা পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর। কী কারণে পাঁচজনকে নৃশংসভাবে খুন করা হল, তা নিয়ে এখনও রহস্য বজায় রয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। দলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বাংলায় যাঁরা ৩৫৫, ৩৫৬ ধারা জারির কথা বলেন, তাঁরা এবার কী বলবেন? বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কি এবার প্রয়াগরাজে যাবে?"
তৃণমূলের সক্রিয়তকা নিয়ে কটাক্ষ বিজেপি-র
তবে তৃণমূলের প্রয়াগরাজ যাওয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে রাজ্য বিজেপি। যদিও গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রকৃত অপরাধী নিশ্চয় শাস্তি পাবে। প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।"