Dev On TMC Rift: "গোষ্ঠীদ্বন্দ্ব দূর করুন", দলে শুদ্ধিকরণের বার্তা ঘাটালের তৃণমূল সাংসদ দেবের
TMC Inner Clash In Ghatal: গোষ্ঠীদ্বন্দ্ব দূর করে দলে শুদ্ধিকরণের বার্তা দিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী। বসে যাওয়া পুরনো কর্মীদের ফিরিয়ে এনে দলে সসম্মানে কাজ করার জায়গা দিতেও বলেন।
বিটন চক্রবর্তী, ঘাটাল: দলে এবার শুদ্ধিকরণের বার্তা দিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দেব ওরফে দীপক অধিকারী (TMC Ghatal MP Dev)। যে সব এলাকায় দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব (Party inner clash) রয়েছে সেখানে সমস্ত মিটিয়ে পুরনো কর্মীদের একসঙ্গে নিয়ে চলার বিষয়ে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিলেন তিনি। যার খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিরোধীরা।
এবার লোকসভা নির্বাচনে ঘাটাল আসনে এক লক্ষ ৮৬ হাজার ভোটে জিতে তৃতীয়বারের জন্য ভারতের সংসদে পা রেখেছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী। লোকসভায় দেড় লক্ষের বেশি ভোটে জিতলেও পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় ১৭৬ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি। এই বিষয় মাথায় রেখে দলীয় নেতাদের পাশে বসিয়ে কড়া বার্তা দিলেন দেব।
সোমবার পাঁশকুড়ার কেশাপাট এলাকায় অবস্থিত একটি বেসরকারি অতিথি নিবাসে পাঁশকুড়া পশ্চিম বিধানসভার লোকসভা ভোট পরবর্তী পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের নিয়ে বসেন সাংসদ দেব। আদতে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে এই পশ্চিম পাঁশকুড়া বিধানসভা থাকলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভার অন্তর্গত।
পর্যালোচনার সময় দলীয় নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, "আমি রাজনীতিতে থাকি বা না থাকি দলের মধ্যে যেন কোনও দ্বন্দ্ব না থাকে। দলের মধ্যে যেন সবাই সম্মান পান। যেরকম ভাবে একজন ব্লক সভাপতি সম্মান পান সেই রকমই যেন একজন কর্মীও সম্মান পান। এটা আমার লোক ওটা তার লোক এই জিনিসটা বন্ধ করতে হবে। আমরা যদি নিজেরাই ঝগড়া করি পুরনো কর্মীদের যদি বসিয়ে রাখি, নির্বাচনের সময় আমি অনেক পুরনো কর্মীদের ফোন করে কাজে নামানোর চেষ্টা করেছিলাম। ব্লকে যাঁরা পদে আছেন, যাঁদের ক্ষমতা আছে তাঁদের এই কাজটা করা উচিত। অনেক পুরনো কর্মী বাড়িতে বসে রয়েছেন তাঁর দাদা হয়তো ক্ষমতায় নেই বলে। আমার বিনীত অনুরোধ, সবাইকে সঙ্গে নিয়ে চলার সময় এবার চলে এসেছে। আমাদের পাঁশকুড়ার মানুষের মন জয় করতে হবে না আগে আমাদের দলের কর্মীদের মন জয় করতে হবে। ব্লকে যাঁরা নেতৃত্বে রয়েছে তাঁদের বলব সবাইকে নিয়ে চলুন, সবাইকে সম্মান দিন। আমার কাছে যার একটা ভোট রয়েছে সেও যেমন গুরুত্বপূর্ণ তেমনি যার কাছে হাজারটা ভোট রয়েছে, সেও সমান গুরুত্বপূর্ণ। আমি একবার বলেছিলাম টিএমসি-কে একমাত্র টিএমসিই হারাতে পারবে। তেমনি টিএমসিকে টিএমসিই জেতাতে পারবে। বুথ লেভেলের কর্মী যাঁরা এখনও বসে রয়েছেন যাঁরা দুঃখ পেয়ে বসে আছেন। সম্মান পাচ্ছেন না বলে বসেন আছি,তাদের ফিরিয়ে আনুন।"
দেবের এই বক্তব্যের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, দেব মিটিংয়ে এই কথা বললেও শুনছে কে। ওদের দলে এখন অনেক গোষ্ঠী। আর ওদের দল তো এখন চালাচ্ছে, অন্য দল থেকে আসা লোকজন। সিপিএমের বক্তব্য, নীতিহীন দলে কে এলো আর কে গেলো তা নিয়ে কারও কোনও মাথাব্যাথা নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।