Akhil Giri: 'আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন,এলাকা থেকে ফিরতে পারবেন না', মহিলা রেঞ্জ অফিসারকে অখিলের শাসানি
Akhil Giri threats Woman Officer: বেয়াদপ বলে মহিলা রেঞ্জ অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণে খোদ কারামন্ত্রী।
![Akhil Giri: 'আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন,এলাকা থেকে ফিরতে পারবেন না', মহিলা রেঞ্জ অফিসারকে অখিলের শাসানি TMC leader Akhil Giri threats Woman Officer make controversy Akhil Giri: 'আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন,এলাকা থেকে ফিরতে পারবেন না', মহিলা রেঞ্জ অফিসারকে অখিলের শাসানি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/03/9b25254ec92d478e2f74c381f29ffae71722684809975223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তাজপুর: এবার এক মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি দিলেন রাজ্যের কারামন্ত্রী। তাঁর মুখে শোনা গেল রাষ্ট্রপতির কথা। বছর দেড়েক আগেও, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য় করেছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক। পরিস্থিতি এমন হয় যে, এ নিয়ে ক্ষমা চান খোদ মুখ্যমন্ত্রী।
তাজপুরে উচ্ছেদ অভিযান, মহিলা অফিসারকে কারামন্ত্রীর হুমকি। মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর! প্রকাশ্যে কাঁথির মহিলা রেঞ্জ অফিসারকে অখিল গিরির হুমকি। তৃণমূল নেতা বলেন, 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন। এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না। মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন। আপনি আমায় চেনেন না, দেখে মনে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন। আপনি এখানে থাকতে পারবেন না, ওরা থাকে, এক সপ্তাহে দেখুন কী হয়। এর ভিতরে যদি আপনি আসেন, আর ফিরে যেতে পারবেন না'।
এমনকী, বেয়াদপ বলে মহিলা রেঞ্জ অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণে খোদ কারামন্ত্রী।
এদিকে, বন দফতরের মহিলা আধিকারিককে কটূক্তির বিষয়ে মন্ত্রী অখিল গিরির গ্রেফতারি চাইল বিজেপি। সোশাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য বিজেপি তরফে লেখা হয়, 'মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মন্ত্রীকে জেলে ভরার সাহস দেখাবেন? সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে? একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি হবে মন্ত্রীর বিরুদ্ধে?'
আরও পড়ুন, দ্বারকার জলের ভাসছে তারাপীঠ মহাশ্মশান, বন্ধ হল দাহকাজ
তবে এই ঘটনা নিয়ে ঠিক কী বলেছেন রেঞ্জ অফিসার?
কাঁথির রেঞ্জ অফিসার মনীষা সাউ বলেন, 'বন দফতরের জমি জবরদখল, বারবার নোটিস দেওয়া সত্ত্বেও কাজ হচ্ছিল না। সমুদ্রের জল ঢোকায় পিছিয়ে গিয়ে গাছ কেটে নতুন করে দোকান বসানোর চেষ্টা। আমরা বাধা দিতে যাই, তার জেরেই এই ঘটনা'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)