![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anubrata Mondal : বাড়িতে দেখা করার জন্য ঢুকতে চাইলেও কাদের পরে আসতে বললেন অনুব্রত ?
TMC News: বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি, সবুজ আবির ও স্লোগানে জেলা সভাপতিকে স্বাগত জানালেন তৃণমূল কর্মীরা।
![Anubrata Mondal : বাড়িতে দেখা করার জন্য ঢুকতে চাইলেও কাদের পরে আসতে বললেন অনুব্রত ? TMC Leader Anubrata Mondal arrives home in Birbhum Bolpur after release from Cow Smuggling Case few couldn't meet him Anubrata Mondal : বাড়িতে দেখা করার জন্য ঢুকতে চাইলেও কাদের পরে আসতে বললেন অনুব্রত ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/24/c3433af8f299da1edd960af2099cb5081727168400692170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বোলপুর : বীরভূমের বাড়িতে আসতেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ ,নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বীরভূম জেলার প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারপার্সন প্রলয় নায়েকরা ঢুকতে চাইলে তৃণমূল নেতা তাঁদের ইশারা করে পরে আসার কথা বলেন। এ প্রসঙ্গে বীরভূম তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "অনুব্রত মণ্ডল দীর্ঘ কয়েক ঘণ্টা জার্নি করে দিল্লি থেকে ফিরে সোজা রাস্তা দিয়ে এসেছেন। এখানে পৌঁছেছেন। স্বাভাবিক কারণেই তাঁর শারীরিক অবস্থাও খুব একটা ভাল নেই। শুনলাম তাঁর পায়েও ব্যথা হচ্ছে। স্নান করে হয়ত নামবেন। হয়ত সেই সময় তাঁরা দেখা করতে পারেন।"
১৮ মাস পর রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল। সকাল ৯টার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত। এর আগে শক্তিগড়, গুসকরা, দেওয়ানদিঘি হয়ে বোলপুরে পৌঁছন অনুব্রত। রাস্তায় বেশ কয়েকবার দাঁড়াতে হয় তাঁর কনভয়কে। এর আগে ভোর ৫.২০ টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশে রওনা দেন অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্য়া মণ্ডল। অনুব্রতর বাড়িতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। বাড়ির বাইরে জড়ো হন জেলা থেকে আসা বহু কর্মী-সমর্থক।
২০২৩ সালের ২১ মার্চ থেকে ২০২৪-এর ২৩ সেপ্টেম্বর। ১৮ মাস পর তিহাড় জেলের বাইরে। অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর থেকেই, বীরভূমজুড়ে সাজসাজ রব। এবার বাড়িও ফিরলেন। অনুব্রত এবং সুকন্যা গ্রেফতার হওয়ার পর থেকে কার্যত খাঁ খাঁ করছিল নিচুপট্টি এলাকায় তাঁদের বাড়িটি। কিন্তু আজ সকাল থেকে ভিড় থিকথিক করছে তাঁদের বাড়ির সামনে। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। সেই আবহেই শুভান্যুধায়ীদের আনাগোনা শুরু হয়েছে। বাড়ি ফিরে এদিন দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও করেন। আগামী দিনে রাজনীতিতে কী ভূমিকায় দেখা যাবে তাঁকে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল যদিও বরাবরই অনুব্রতর পাশে ছিল। দলনেত্রী মমতা খোদ অভিযোগ করেন যে, অনুব্রতকে ফাঁসানো হয়েছে। তাঁকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। আজ ঘটনাচক্রে বীরভূমে প্রশাসনিক সভা রয়েছে মমতার। রাঙাবিতানে তাঁর সঙ্গে অনুব্রতর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনুব্রতর শরীর ঠিক নেই। তাই আজ দেখা নাও হতে পারে তাঁদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)