Firhad Hakim: ‘যারা বউকে, মাকে ধরে টানে...’, অভিষেক-পত্নী রুজিরাকে ED তলবে প্রতিক্রিয়া ফিরহাদের
Abhishek Banerjee: ৯ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁকে। একই সঙ্গে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ED.
কলকাতা: ধর্না কর্মসূচি সেরে কলকাতা ফেরার আগেই অভিষেকক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৯ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁকে। একই সঙ্গে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও (Rujira Banerjee) তলব করেছে ED. তলব করা হয়েছে তাঁর মা-বাবাকেও। সেই নিয়ে নতুন করে পারদ চড়ছে রাজ্য রাজনীতির। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই অভিষেক এবং তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের (TMC)।
এর আগে, ৩ অক্টোবরই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয় অভিষেককে। দিল্লিতে ধর্না কর্মসূচি থাকায় হাজিরা দিতে পারেননি অভিষেক। তিনি কলকাতায় ফেরার আগেই ফের সমন পাঠাল ED. সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য়ের মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কেন্দ্রীয় সরকার অভিষেককে ভয় পাচ্ছে এবং তার জন্যই তাঁর পরিবারকে নিয়ে টানাপোড়েন চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
বুধবার সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিরহাদ বলেন, "আগে একটা কথা ছিল, জো ডর গয়া, ওহ্ মর গয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এত ভয় পাচ্ছে কেন্দ্রীয় সরকার? কারণ হচ্ছে, তৃণমূল যেভাবে বাংলায় ওদের পরাজিত করেছে, তাতে নাকানি চোবানি খেয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। এত অপদস্থ বোধহয় আর কোথাও হতে হয়নি।"
২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে ফিরহাদ আরও বলেন, "২০০ পার বলেছিলেন, পগার পার হয়ে গিয়েছে। এটাই রাগের মূল কারণ। এখন বাংলা যখন I.N.D.I.A জোটে এগিয়ে যাচ্ছে, জোটের সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে অভিষেককে, তাতে ভয় পেয়েছে ওরা। ভাবছে এই বার্তা যদি গোটা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে মোদি সাহেব ক্ষমতায় ফিরবেন না নিশ্চিত। সেই ভয়ে এখন মরণঝাঁপ। তাই অভিষেককে আটকাও।"
প্রাথমিক দুর্নীতি মামলায় অভিষেকের বাবা-মাকেও তলব করেছে ED. আগামী সপ্তাহে তলব করা হয়েছে রুজিরাকেও। সেই নিয়ে ফিরহাদের বক্তব্য, "একজনের বাড়ির লোকজনকে হেনস্থা করছেন আপনি। যারা বউকে, মাকে ধরে টানে, তাদের কাপুরুষ বলা হয়। সেই কাজটা এখন নরেন্দ্র মোদি সরকার করছে। এটাকে ধিক্কার জানাই। এমন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে লজ্জাবোধ হচ্ছে।"