North 24 Parganas News: জন্মদিনের পার্টি চলাকালীন তৃণমূলের উপপ্রধানকে গুলি করে 'খুন' গুমায়
Guma TMC Murder Case: জন্মদিনের পার্টি চলাকালীন বচসা, আচমকাই তৃণমূলের উপপ্রধানকে গুলি করে 'খুন'..
উত্তর ২৪ পরগনা: দোরগড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। এদিকে তার আগেই খুনের ঘটনা এল প্রকাশ্যে। উত্তর ২৪ পরগনার গুমাতে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে 'খুন।'গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে 'খুন'- র অভিযোগ। জন্মদিনের পার্টি চলাকালীন বচসার জেরে গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল।মৃত বিজন দাস গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাল্টা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত গৌতম দাস জমি কেনাবেচার সিন্ডিকেটে যুক্ত। ২০১৮-য় ধর্ষণ-মামলায় গ্রেফতারও হন। অনৈতিক কাজের প্রতিবাদ করায় তাঁর সঙ্গে তৃণমূল উপপ্রধানের শত্রুতা ছিল।
অভিযোগ, গতকাল রাতে জন্মদিনের অনুষ্ঠানে তৃণমূল নেতার সঙ্গে দেখা হয় অভিযুক্তের। দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে গিয়েও, ফিরে এসে তৃণমূল উপপ্রধানকে গুলি করে পালিয়ে যান গৌতম। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ। পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান।
সম্প্রতি লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রানিনগর। এবার এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। যদিও, খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে দাবি পুলিশ সূত্রে।
সালারের পর রানিনগর। লোকসভা ভোটের মুখে এক সপ্তাহের মাথায় ফের খুন মুর্শিদাবাদে। এবার কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।সংঘর্ষে জখম হলেন এক তৃণমূল কর্মী।মঙ্গলবার বিকেল থেকেই কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে রানিনগরের নজরানা গ্রাম।
অভিযোগ, বজলুর রহমান নামে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হন সংঘর্ষে। কংগ্রেসের দাবি, তার বদলা নিতে রাতে ফের কংগ্রেস কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল।সেই সময় নিজের চায়ের দোকানে বসেছিলেন কংগ্রেস কর্মী এনামুল মণ্ডল। পালাতে গেলে ধাওয়া করে তাঁকে বাঁশ, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা মৃত বলে ঘোষণা করেন কংগ্রেস কর্মীকে।
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তপ্ত রানিনগর। কংগ্রেস কর্মীকে 'পিটিয়ে খুন'। তৃণমূল রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,এটা সম্পূর্ণ একটা স্থানীয় ঘটনা। তৃণমূলের ওপর যাঁরা দায় চাপাচ্ছেন তাঁরা ঠিক কাজ করছেন না। ওই জায়গাটায় কংগ্রেস মদতপুষ্ট কিছু দুষ্কৃতী, তাঁরা লাগাতার গন্ডগোল করে চলেছেন। তার পরিপ্রেক্ষিতে কী হয়েছে, আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি।'
আরও পড়ুন, ঝুপড়ি ঘরের ওপর পড়ল চলন্ত গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনা উল্টোডাঙায়
মুর্শিদাবাদের রানিনগরে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি করে দুষ্কৃতীরা।দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। যার রেশ কাটতে না কাটতেই রানিনগরে খুন হলেন এক কংগ্রেস কর্মী।যদিও পিটিয়ে খুনের অভিযোগে এখনই শিলমোহর দিতে নারাজ পুলিশ। কংগ্রেস ও তৃণমূল দু পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে।