Ultadanga News: ঝুপড়ি ঘরের ওপর পড়ল চলন্ত গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনা উল্টোডাঙায়
Ultadanga Accident Updates: লেকটাউন থেকে বেপরোয়াভাবে বাইপাসের দিকে যাচ্ছিল গাড়িটি, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নীচে..
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: উল্টোডাঙা (Ultodanga) পুরনো ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নীচে পড়ল গাড়ি (Accident)। দুটি ঝুপড়ি ঘরের ওপর পড়ে গেল চলন্ত গাড়ি।স্থানীয়দের অভিযোগ, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। চালকের নাম মহম্মদ শোয়েব (২৩)।
ঝুপড়ি ঘরের ওপর পড়ল চলন্ত গাড়ি
পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না। লেকটাউন থেকে বেপরোয়াভাবে বাইপাসের দিকে যাচ্ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে সেতুর নীচে পড়ে যায় গাড়িটি। আহত চালককে আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর মাথায় চোট লেগেছে। যে ঝুপড়ি ঘরের উপর গাড়িটি পড়েছে, সেখানে ২ বাসিন্দা আহত হয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে, তদন্তে নেমেছেন মানিকতলা থানার পুলিশ।
নাগেরবাজারে পুলকার উল্টে বিপত্তি
সম্প্রতি নাগেরবাজারে পুলকার উল্টে ঘটেছিল বিপত্তি। ভোর ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটেছিল। নাগেরবাজার থেকে শ্যামনগর যাওয়ার পথে পুলকারের পিছনের চাকা ফেটে, নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে গিয়েছিল। সেই সময় গাড়িতে কোনও পড়ুয়া ছিল না। পুলকার চালককে উদ্ধার করেছিলেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে গিয়েছিল নাগেরবাজার ট্রাফিক গার্ড।
সেফ ড্রাইভ, সেভ লাইফ
পাশাপাশি মর্মান্তিক দুর্ঘটনার উদাহরণ ভুরিভুরি। ভোররাতে বীরভূমের রামপুরহাটে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় টেম্পো উল্টে মৃত্যু হয়েছিল চার মহিলা শ্রমিকের। আহত হন চালক-সহ ১১ জন। ধান পোঁতার জন্য ১৫ জন শ্রমিক টেম্পোয় চড়ে রামপুরহাটের চিতুরা গ্রাম থেকে মাড়গ্রামে যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টে নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের মনসুবা মোড়ে টেম্পোয় ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো উল্টে চার মহিলা শ্রমিকের মৃত্যু হয়।
আরও পড়ুন, বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন কমিশন
সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। এদিকে সেই রক্ষকের গাড়িই সম্প্রতি দুর্ঘটনার মুখে পড়েছিল। বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিল বীরভূমের মুরারই থানার OC-র গাড়ি।ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল OC-র গাড়ির চালকের।আহত মুরারই থানার OC সাকিব সাহাব। তাঁকে সিউড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কাঁকিনাড়ার বাড়ি থেকে মুরারই থানার দিকে যাচ্ছিলেন OC। সকাল ৭টা নাগাদ মহম্মদবাজারের গণপুরের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে লরিকে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা ডাম্পারের সঙ্গে OC-র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল OC-র গাড়ি চালক হামিদুল শেখের।