![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Raju Sahani: জামিন পেয়েই বিস্ফোরক তৃণমূল নেতা! কী অভিযোগ?
North 24 Parganas: চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি।
![Raju Sahani: জামিন পেয়েই বিস্ফোরক তৃণমূল নেতা! কী অভিযোগ? TMC leader Raju Sahani made explosive allegation after getting bail in chit fund case Raju Sahani: জামিন পেয়েই বিস্ফোরক তৃণমূল নেতা! কী অভিযোগ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/03/dc0616f377e7c19c8c33e5b97352b5d81675429322086385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চিটফান্ড (Chit Fund) মামলায় জামিন পাওয়ার পর বিস্ফোরক তৃণমূল নেতা রাজু সাহানি (Raju Sahani)। জামিন পাওয়ার মাস দেড়েকের মাথায় পুরসভায় এসে ক্ষোভ উগরে দিলেন রাজু সাহানি। হালিশহর (Halisahar) পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি। তিনি জেলে যাওয়ার পর দায়িত্ব সামলেছেন পুরসভার উপ পুরপ্রধান শুভঙ্কর ঘোষ। জামিন পাওয়ার পরে তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক রাজু।
কী অভিযোগ:
এদিন রাজু সাহানি বলেন, 'রসিদ না নিয়েই পুরসভার কর আদায় করা হচ্ছে। থমকে আছে উন্নয়নমূলক কাজ। সরকারি জমি যাঁরা দখল করে রেখেছে, তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। সব অভিযোগকেই নাকচ করেছেন তৃণমূল (TMC) নেতা ও হালিশহর পুরসভার উপ পুরপ্রধান শুভঙ্কর ঘোষ। তিনি বলেন, 'এগুলি মিথ্যা অভিযোগ।' চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় ৮০ লক্ষ টাকা। পাওয়া গিয়েচিল কোটি কোটি টাকার সম্পত্তির নথি।
গত বছর সেপ্টেম্বর মাসে চিটফান্ড মামলায় গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা এবং হালিশহর পুরসভার চেয়ারম্য়ান রাজু সাহানি। ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় ৮০ লক্ষ টাকা নগদ। তা ছাড়াও বিপুল পরিমাণ সম্পত্তির নথি মিলেছিল। শুধু নথিই নয়, রাজু সাহানির বাড়ি থেকে মিলেছিল একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ। সিবিআই সূত্রের দাবি ছিল, কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এসেছে, তার সদুত্তর দিতে না পারায় গ্রেফতার করা হয় রাজু সাহানিকে। সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য ছিল, হংকং, ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে রাজু সাহানির মোট ৩ টি সংস্থার হদিস মিলেছে। তাইল্যান্ডে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছে এক ঘনিষ্ঠের নামে, দাবি সিবিআইয়ের। তদন্তকারীদের বক্তব্য, সৌম্যরূপ ভৌমিক নামে এক ঘনিষ্ঠের নামে অ্যাকাউন্ট রয়েছে তাইল্যান্ডে। সেই সৌম্যরূপ ভৌমিক ফেরার, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সঙ্গে সংযোজন, লোকেশন ট্র্যাক করে দেখা গিয়েছে রাজুর বাড়িতেই ছিলেন তিনি। পাশাপাশি রাজু সাহানির বাড়ি-রিসর্ট থেকে ৮০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের। ধৃতের আইনজীবীর অবশ্য বক্তব্য, রাজুকে টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল যা তিনি শোধও করে দেন। জামিনে ছাড়া পাওয়ার পরই, এবার দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।
যা নিয়ে কড়া আক্রমণ করেছে রাজ্য বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের মধ্যে এই অসন্তোষ। বিরোধীরা কি বাড়তি সুবিধা পাবে?
আরও পড়ুন: ৬ দিনের পুলিশি হেফাজতে নৌশাদ,চক্রান্তের অভিযোগ বিধায়কের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)