Moyna news: চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, তৃণমূল নেতার ভাইকে বেঁধে রাখলেন গ্রামবাসীরা
Moyna News: চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতার ভাইকে আটক করে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না (Moyna) এলাকায়।
বিটন চক্রবর্তী, ময়না: কল চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতার ভাইকে আটক করে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না (Moyna) এলাকায়। কাতা হাইকোর্ট বেআইনিভাবে নিয়োগের অভিযোগে সম্প্রতি এসএসসির (SSC) মাধ্যমে ২০১৬ সালে প্যানেলভুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় দিয়েছে। যা নিয়ে এখনও শোরগোল রাজ্যজুড়ে। এই ঘটনায় তৃণমূল নেতা-নেত্রীদের বিরুদ্ধে টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি। সোমবার সেই মামলার শুনানিতে চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দিলেও সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
এই পরিস্থিতির মধ্যে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতার ভাইকে আটক করে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না (Moyna) এলাকায়। বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
আরও পড়ুন: Loksabha Elections 2024: প্রচারে সৌজন্য, বিজেপি বিধায়কের বাড়িতে আরামবাগের তৃণমূল প্রার্থী
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলেন ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানার ভাই অমিত জানা। এই অভিযোগে তাঁকে ধরে বেঁধে রাখেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১০ হাজার টাকা নেন অমিত। সোমবার সকালে আরও ৫ হাজার টাকা নিতে আসলে তাঁকে ধরে রাখে গ্রামবাসীরা। এখনও পর্যন্ত তাঁকে আটকে রেখেছে গ্রামবাসীরা। খুব শীঘ্রই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে গ্রামবাসীরা জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল শিক্ষকের চাকরি থেকে পুরসভায় নিয়োগ। প্রায় সবক্ষেত্রেই চাকরি দেওয়ার জন্য সাধারণ জনগণের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূলের ছোট-বড় বিভিন্ন নেতার বিরুদ্ধে। স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকার চাপে পড়তেই অনেক ক্ষেত্রে প্রতারক হিসেবে ও চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-নেত্রীদের উপর চড়াও হয়েছে সাধারণ মানুষ। এবার সেই ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের ময়নাতেও। সেখানে আবার অভিযুক্তকে গাছের সঙ্গে দড়ি বেঁধে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।