TMC MLA: টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম? তৃণমূল বিধায়কের দাবি ঘিরে শোরগোল
South 24 Parganas: লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সরকারি কর্মচারীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছে। বিস্ফোরক অভিযোগ করলেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা।

গৌতম মণ্ডল, কাকদ্বীপ: সরকারি আধিকারিকদের একাংশ টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ তৃণমূল বিধায়কের। কাকদ্বীপর তৃণমূল বিধায়ক মনটুরাম পাখিরার অভিযোগে শুরু হয়েছে তরজা। যদিও পাল্টা বিজেপির দাবি, নাটক করছে তৃণমূলই।
লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সরকারি কর্মচারীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছে। বিস্ফোরক অভিযোগ করলেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। তৃণমূল নেতাকে
১০ হাজার টাকা দিয়ে কাকদ্বীপের ভোটার তালিকায় নাম ঢুকিয়েছেন বলে স্বীকার করেছেন বাংলাদেশের এক নাগরিক। আরেকজনের দাবি, তিনিও বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু টাকা দিতে পারেননি বলে তাঁর নাম ভোটার তালিকায় নেই। কাকদ্বীপের তৃণমূল বিধায়কের অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মূলত বাংলাদেশ থেকে আসা মৎস্যজীবীদের নাম এভাবেই ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। কাকদ্বীপের মহকুমা শাসকের অফিস, BDO অফিসের কর্মীদের একাংশ এই চক্রে জড়িত বলে তৃণমূল বিধায়কের অভিযোগ। এদিকে বিজেপির অভিযোগ, বেছে বেছে হিন্দু ভোটারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।
কাকদ্বীপ মহকুমা প্রশাসন সূত্রে খবর, প্রায় ৬ হাজার ভোটারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে সমীক্ষাও শুরু হয়েছে। অন্যদিকে, কাকদ্বীপের রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটাররা টাকা দিয়ে নাম তোলার কথা স্বীকারও করে নিলেন। এরা মূলত বাংলাদেশ থেকে আসা। এদের আধারকার্ড, রেশনকার্ড থাকলেও ভোটার নন অনেকেই। তাঁরা বলছেন, টাকা দিতে পারিনি বলে তালিকায় নাম ওঠেনি। অনেকেই টাকা দিয়ে নাম তুলেছে। বিজেপির অভিযোগ, সরকারি কর্মচারী, তৃণমূল মিলে ভুয়ো ভোটার ঢুকিয়েছে। এদের মাধ্যমে ভোটে জিতে বিধায়ক হয়েছেন মন্টুরাম পাখিরা। তবে বেছে বেছে কেন হিন্দু ভোটারদের বিরুদ্ধে অভিযোগ করছেন বিধায়ক?
এদিকে দুর্ঘটনার তদন্তে নেমে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর হদিশ মিলল খাস কলকাতায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। ধৃত আজাদ শেখ ছাড়াও ভুয়ো নথি বানাতে সাহায্য় করার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ১৮ মে, ডিউটিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন নেতাজিনগর থানার ASI সুষেণ দাস। কালীঘাটে তাঁকে একটি গাড়ি ধাক্কা মারে। অভিযুক্ত চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করার পর দেখা যায় জাল নথি দিয়ে বানানো হয়েছে লাইসেন্স। অভিযুক্ত আজাদ শেখ ভারতীয় নয়। ২০২৩-এর অক্টোবরে উত্তর ২৪ পরগনার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল ওই ব্যক্তি। তারপর থেকে এখানেই ছিল। বাংলাদেশের ওই নাগরিককে জাল নথি দিয়ে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেওয়ার অভিযোগে গতকাল এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। ধৃত জাফর আলি শেখ ন্যাজাটের বাসিন্দা। এক দালালের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে জাফরের পরিচয় হয়। এমন কতজনকে সে জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিয়েছে খতিয়ে দেখছে পুলিশ।






















