Biswajit Das on Mamata Banerjee: ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা, ফের বিতর্কে বাগদার বিধায়ক
North 24 Parganas: এর আগে একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীকে রানি রাসমনির সঙ্গেও তুলনা করেছিলেন বিশ্বজিৎ দাস।
সমীরণ পাল, বাগদা, উত্তর ২৪ পরগনা: রানি রাসমণির পর এবার ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন উত্তর ২৪ পরগনার বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। এমন বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
কোথায় এমন বললেন বিধায়ক:
গতকাল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে তাঁকে ভগিনী নিবেদিতার (Sister Nivedita) সঙ্গে তুলনা করেন বাগদার বিধায়ক। এর আগে একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীকে রানি রাসমনির সঙ্গেও তুলনা করেছিলেন বিশ্বজিৎ দাস।
বিজেপির কটাক্ষ:
এমন কথা বলে আদতে দলে পিছনের বেঞ্চ থেকে সামনে আসার চেষ্টা করছেন বিধায়ক, কটাক্ষ করেছে বিজেপি (BJP)। পাল্টা বাগদার বিধায়কের দাবি, সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেই ভগিনী নিবেদিতার সঙ্গে তাঁর তুলনা করেছেন তিনি।
আগেও এমন বিতর্ক:
এর আগে তৃণমূল বিধায়ক নির্মল মাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী শ্রী মা সারদার প্রসঙ্গ টেনেছিলেন। তিনি বলেছিলেন, 'মারা যাওয়ার কিছু দিন আগে স্বামী বিবেকানন্দের কিছু সতীর্থের সঙ্গে কথা বলেছিলেন মা সারদা। বলেছিলেন, খাল পেরিয়ে হরিশ চ্যাটার্জি রোড হয়েই কালীঘাট যান তিনি, ঠিক এখন যেখানে দিদি থাকেন। মা সারদা বলেছিলেন, 'মৃত্যুর এতদিন পর কালীঘাটের কালীক্ষেত্রে ফের জন্ম নেব আমি। মনুষ্য জন্ম নেব। ত্যাগ, তিতিক্ষা, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব।' তারপরেই বড়সড় বিতর্ক তৈরি হয়। বিভিন্ন মহল থেকে কড়া সমালোচনা করা হয়। তার কদিন পরেই একটি অনুষ্ঠানে রানি রাসমণির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন বিশ্বজিৎ দাস। সেবার তিনি বলেছিলেন, 'এটা আমার অনুভব হয়েছে সাধারণ মানুষের কথায়। আগামী ১০০ বছরেও মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। রানি রাসমণি যেভাবে রয়েছেন।' এবার ফের ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করলেন তিনি।
আরও পড়ুন: বেপরোয়া গতিই কাড়ল প্রাণ, বাইক দুর্ঘটনায় মৃত্যু দম্পতির