Lovely Maitra:'মাসাজের পর ছাত্রীকে অশালীন অঙ্গভঙ্গি TMCP নেতার..' ! নতুন ভিডিও ঘিরে তোলপাড়, মুখ খুললেন লাভলি
Lovely Maitra On Sonarpur Incident: সোনারপুরের কলেজের ইউনিয়ন রুমে ছাত্রীকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ, কী প্রতিক্রিয়া গভর্নিং বডির সভাপতি তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ?

দক্ষিণ ২৪ পরগনা : সোনারপুরের কলেজে আরও দাদার কীর্তি! মাসাজের পর এবার সিপিএম নেতার পোস্ট করা নতুন ভিডিও ঘিরে তোলপাড়। সোনারপুরের কলেজের ইউনিয়ন রুমে ছাত্রীকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ উঠেছে TMCP নেতার বিরুদ্ধে। যদিও 'এমন অভিযোগ নিয়ে কিছু জানি না', প্রতিক্রিয়া গভর্নিং বডির সভাপতি, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের।
এদিন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বলেন, 'এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, তাহলে সেটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কতৃপক্ষকে বলব, আমাদের দল এবং প্রশাসনকে বলব, কঠোর ব্যবস্থা নিতে। আমার বক্তব্য যদি কোনও অন্যায় হয়,.. আমাদের দল কিন্তু কখনও কোনও অন্যায়কে প্রশ্রয় দেয় না। যদি কেউ এমন কাজ করে থাকে, কারুর কোনও অভিযোগ থাকে, তাঁর বিরুদ্ধে, আমি কিন্তু তাঁর ব্যবস্থা নেব। বিষয়টা হচ্ছে ওই কাউন্সিলরের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। যেগুলি আমাদের কাছে এসেছে। স্থানীয় ব্যক্তিদের সূত্রে। সেই অভিযোগগুলি আমরা কিন্তু দলকে জানিয়েছি। দল সেটা ব্যবস্থা নেবে। উনি কী বলেছেন না বলেছেন, আমরা সেটা জানি না। তা সত্ত্বেও আমি বলব যে, যদি কোনও অন্যায় হয়ে থাকে, বা ওই ঘটনা যদি সত্যি হয়, অবশ্যই কলেজ কর্তৃপক্ষর এটা দেখা উচিত। অর্থাৎ SFI-র সময় যেসমস্ত অন্যায় হত, সেই অন্যায়গুলিকে তো আমরা প্রশ্রয় দিই না। তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও প্রশয় দেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রশ্রয় দেন না।'






















