এক্সপ্লোর

TMC MP Dev: ‘তাহলে কবে ইন্ডাস্ট্রি ছাড়ছেন?’ প্রশ্ন হিরণের, পাল্টা জবাব দেবের

Dev vs Hiran: বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে 'দেবের কীর্তি' শীর্ষক একটি পোস্ট করা হয়।

কলকাতা: বিনোদন জগতে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, রাজনীতির ময়দানেও সেই অবস্থান। একজন বার বার সৌজন্যের কথা বললেও অন্য জন আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন। শনিবার ষষ্ঠ দফায় ঘাটালে ভোটগ্রহণ, তার আগে ফের মুখোমুখি তৃণমূলের তারকা সাংসদ দেব এবং ওই আসনে বিজেপি-র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। গরুপাচার মামলায় দেবের সংযোগ রয়েছে বলে দাবি করে এদিন ফের সরব হলেন হিরণ। দেব সিনেমা কবে ছাড়ছেন প্রশ্ন তুলেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন দেবও। (TMC MP Dev)

বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে 'দেবের কীর্তি' শীর্ষক একটি পোস্ট করা হয়। ওই পোস্টে কিছু ডায়েরির পাতা তুলে ধরেন শুভেন্দু। একটি পোস্টে 'আরণ্যক ট্রেডার্স' নামর সংস্থার লেজার অ্যাকাউন্ট থেকে দেবের সংস্থার অ্যাকউন্টে ২৫ লক্ষ টাকা করে ৫০ লক্ষ টাকা জমা পড়েছে বলে দেখানো হয়। ঘড়ি এবং মোবাইল কিনতেও দেবের কাছে টাকা গিয়েছে বলে হিসেব তুলে ধরা হয়। (Dev vs Hiran)

শুভেন্দু ওই পোস্ট করার পরই দেবকে নিশানা করেন হিরণ। 'আরণ্যক ট্রেডার্স' আসলে গরুপাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হকের সংস্থা বলে দাবি করেন তিনি। এর পর বলেন, "এনামুল হকের থেকে টাকা নিয়েছেন প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন বলেছিলেন। আর প্রমাণ করতে না পারলে আমাকে রাজনীতি ছাড়তে হবে বলে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। আমি বলেছিলাম, আপনার মুখ এবং মুখোশ যে আলাদা, তা বাংলার মানুষ জানতে পারবেন। আজ শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন, তাতে পরিষ্কার লেখা রয়েছে দেব ভেঞ্চার্স লিমিটেডকে টাকা দিয়েছে আরণ্যক ট্রেডার্স। এটা এনামুল হকের সংস্থা। ২০১৬ সালে সেখান থেকে দেবের সংস্থার অ্যাকাউন্ডে টাকা যায়, যা দেখে ক্লু পায় ইডি-ও। এর পরও বলবেন, শুভেন্দু অধিকারী হাতে লিখে দিয়েছেন! হিরণ প্রমাণ করতে পারলে সিনেমা করবেন না বলেছিলেন।  চ্যালেঞ্জ রইল, উনি সিনেমা কবে ছাড়বেন আজই ঘোষণা করে দিন বরং।" (Cattle Smuggling Case)

আরও পড়ুন: TMC MP Dev: আমি গরু চোর হলে, ইন্ডাস্ট্রির ৯০ শতাংশই গরু চোর… শুভেন্দু-হিরণকে জবাব দেবের

হিরণের এই চ্যালেঞ্জের কথা জানানো হলে দেব বলেন, "এটা কোনও তথ্য? ডায়েরিতে লেখা দেব যে কেউ হতে পারে! ওটা তথ্য। লোকটাকেই চিনি না।" যে ডায়েরির পাতায় লেখা হিসেব প্রকাশ করেছেন শুভেন্দু, তাতে ফোন, ঘড়ি বাবদও দেব নামের কাউকে টাকা দেওয়ার কথা লেখা রয়েছে। হিরণের দাবি, সেটি এনামুলের ডায়েরি, যাতে দেবকে টাকা দেওয়ার কথা লিখেছেন তিনি। কিন্তু দেবের বক্তব্য, "যাঁর ডায়েরি তিনি বলছেন না ওই দেব আমি।" কিন্তু হিরণ তো তাঁর দিকেই আঙুল তুলছেন? দেবের কথায়,"সবার আগে ও গরু চোর। আপনি তো সবার আগে গরুচোর দাদা। প্রমাণ দিলাম, ছবি দেখালাম যে পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন আপনি।"

নির্বাচন চলাকালীন তাঁর বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ তুলেছে বিজেপি, এতে কি কোনও রকম প্রভাব পড়বে তাঁর ভোটবাক্সে? উত্তরে দেব বলেন, "৫০ লক্ষ টাকার অভিযোগ, ৫০ হাজার লিড বাড়বে আজকেই। ৫০ হাজার ভোট বাড়বে আমার। মিথ্যে মামলায় আমাকে ফাঁসানো হচ্ছে। ডায়েরিতে যে কারও নাম লেখা থাকতে পারে।  প্রমাণ করবে কী করে যে ওটা আমি। আমি তো নিইনি। এখনও বলছি নিইনি। টাকাটা নিয়েছি। ব্যবসার জন্য নিতে হয় টাকা। ছয় থেকে আট মাসের মধ্যে টাকা ফেরত দিয়েছি। আজ নয়, সেই সময়ই টাকা ফেরত দিয়েছি।" দেব জানিয়েছেন, আজও তিনি বুক ঠুকে বলছেন যে এনামুল হককে চেনেন না। পিন্টু মণ্ডলকে চেনেন, তাঁর সঙ্গে কাজও করেছেন। পিন্টুর সঙ্গে কাজ করেছেন হিরণ এমনকি বলিউডের তারকারাও। তাঁকে গরুচোর বলা হলে, বাকিরাও তাহলে গরুচোর। পোস্ট নিয়ে শুভেন্দুকেও এদিন কটাক্ষ করেন দেব। তাঁর মতে, শুভেন্দু যেখানে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সেখানে হিরণ এসব করিয়ে তাঁকে কাউন্সিলরের পর্যায়ে নামিয়ে আনছেন।

 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs Australia LIVE: অস্ট্রেলিয়াকে হারাবে ভারত, নাকি শেষ মুহূর্তে রয়েছে নাটক? ম্যাচের লাইভ আপডেট
অস্ট্রেলিয়াকে হারাবে ভারত, নাকি শেষ মুহূর্তে রয়েছে নাটক? ম্যাচের লাইভ আপডেট
Barasat Lynching:গুজবের জেরে গণপিটুনি ও তার পর কাজিপাড়ার ঘটনার মূল চক্রী কে? হদিস পেল পুলিশ
গুজবের জেরে গণপিটুনি ও তার পর কাজিপাড়ার ঘটনার মূল চক্রী কে? হদিস পেল পুলিশ
Narendra Modi : অধিবেশন শুরুর দিনই কংগ্রেসকে 'এমার্জেন্সি খোঁচা' মোদির, বললেন,'দেশ চালাতে চাই সহমত'
অধিবেশন শুরুর দিনই কংগ্রেসকে 'এমার্জেন্সি খোঁচা' মোদির, বললেন,'দেশ চালাতে চাই সহমত'
India vs Australia: রয়েছে বৃষ্টির পূর্বাভাস, ভারত-অস্ট্রেলিয়া ম্য়াচ না হলে বদলে যেতে পারে সব অঙ্ক
রয়েছে বৃষ্টির পূর্বাভাস, ভারত-অস্ট্রেলিয়া ম্য়াচ না হলে বদলে যেতে পারে সব অঙ্ক
Advertisement
metaverse

ভিডিও

Mamata Banerjee: পুরসভার 'পারফরম্যান্স রিভিউ', নবান্নের বৈঠকে পুর-পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীMamata Banerjee: একেই কেন্দ্র টাকা দিচ্ছে না, তার মধ্যে আরও ৫ রাজ্যের সবকিছু আমায় টানতে হচ্ছে: মমতাMamata On Land Scam: 'সরকারি জমি দখলে' বিস্ফোরক মমতা, পুলিশকে নির্দেশ দিয়ে বললেন..Mamata Banerjee: গড়িয়া হাট, হাতিবাগানে হকার ইস্যুতে পুরসভাকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs Australia LIVE: অস্ট্রেলিয়াকে হারাবে ভারত, নাকি শেষ মুহূর্তে রয়েছে নাটক? ম্যাচের লাইভ আপডেট
অস্ট্রেলিয়াকে হারাবে ভারত, নাকি শেষ মুহূর্তে রয়েছে নাটক? ম্যাচের লাইভ আপডেট
Barasat Lynching:গুজবের জেরে গণপিটুনি ও তার পর কাজিপাড়ার ঘটনার মূল চক্রী কে? হদিস পেল পুলিশ
গুজবের জেরে গণপিটুনি ও তার পর কাজিপাড়ার ঘটনার মূল চক্রী কে? হদিস পেল পুলিশ
Narendra Modi : অধিবেশন শুরুর দিনই কংগ্রেসকে 'এমার্জেন্সি খোঁচা' মোদির, বললেন,'দেশ চালাতে চাই সহমত'
অধিবেশন শুরুর দিনই কংগ্রেসকে 'এমার্জেন্সি খোঁচা' মোদির, বললেন,'দেশ চালাতে চাই সহমত'
India vs Australia: রয়েছে বৃষ্টির পূর্বাভাস, ভারত-অস্ট্রেলিয়া ম্য়াচ না হলে বদলে যেতে পারে সব অঙ্ক
রয়েছে বৃষ্টির পূর্বাভাস, ভারত-অস্ট্রেলিয়া ম্য়াচ না হলে বদলে যেতে পারে সব অঙ্ক
First Session Of 18th Lok Sabha : লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস, কোন কোন ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবে বিরোধীরা?
লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস, কোন কোন ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবে বিরোধীরা?
Copa America 2024: একপেশে লড়াই, পানামাকে ৩-১ গোলে হারিয়ে কোপা অভিযান শুরু করল উরুগুয়ে
একপেশে লড়াই, পানামাকে ৩-১ গোলে হারিয়ে কোপা অভিযান শুরু করল উরুগুয়ে
Ujjwala Yojona: এত কমে গ্যাস সিলিন্ডার ! কীভাবে পাবেন ?
এত কমে গ্যাস সিলিন্ডার ! কীভাবে পাবেন ?
Anushka Shetty: বিরল রোগে আক্রান্ত 'বাহুবলী' খ্যাত অনুষ্কা, বারে বারে বন্ধ করতে হচ্ছে শ্যুটিং!
বিরল রোগে আক্রান্ত 'বাহুবলী' খ্যাত অনুষ্কা, বারে বারে বন্ধ করতে হচ্ছে শ্যুটিং!
Embed widget