Kalyan Attacks Abhijit: 'সুপ্রিম কোর্টে যাক, আইনের কত জ্ঞান দেখা যাবে..' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ কল্যাণের
Kalyan Banerjee Slams Abhijit Gangopadhyay : অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর এবার বিজেপি সাংসদকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদের, কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ? পাল্টা শমীক
কলকাতা: গত ২৩ অক্টোবর যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বাদানুবাদ চলাকালীন সামনে রাখা বোতল ভাঙন কল্যাণ, ছুড়ে ফেলেন জেপিসির চেয়ারম্যানের সামনে। এবার যৌথ সংসদীয় কমিটির বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর এবার বিজেপি সাংসদকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বলেন, 'ও হচ্ছে জুডিশিয়ারির কুলাঙ্গার' ! পাল্টা শমীক।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তৈরি যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম পরিস্থিতির তৈরি হয়। রীতিমতো রক্তারক্তিকাণ্ড।ভাঙা কাচে হাত কেটেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,' ও কোনও উকিল ছিল নাকি ? আইন-ফাইন জানতো ? দুজন বন্ধু ছিল বলে হাইকোর্টের জজ হয়েছিল। ওর যদি আইনের জ্ঞান থাকে, সুপ্রিম কোর্টে এসে একটা মামলায় আর্গুমেন্ট করুন ২০-২৫ মিনিট। দেখি না কত আইনের জ্ঞান আছে ! কত বড় অ্যাডভোকেট ছিল ? আইনের কত জ্ঞান দেখা যাবে এবং কতটা অ্যাডভোকেসি জানে দেখা যাবে। চ্যালেঞ্জ দেওয়া রইল। আসুক কবে আসবে। বেকার বসে বসে লোকের কাঠি না দিয়ে, আরও কেস করতে বলুন না। ওকে কাউন্ট করি না। এরপরেই অতীতের কথা মনে করিয়ে দিয়ে সাংবাদিক বলেন, একসময় তো..। যদিও কথা শেষ করার আগেই এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ও ছাড়ো ! ও হচ্ছে জুডিশিয়ারির কুলাঙ্গার ছিল। সবাই জানে।'
অপরদিকে, এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'ওনার মধ্যে একটা বীররসের আধিক্য আছে। ওনার অভিনয় ক্ষমতা অত্যন্ত ভাল। উনি সফল আইনজীবী আছে, তবে উনি যদি অভিনয়েও নামতেন, তাহলেও তিনি যথেষ্ট উন্নতি করতে পারতেন। ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায়ের মৃত্যুর পরে, একটা শূন্যতা তৈরি হয়েছে বাংলা ছবিতে। হিন্দিতেও আছে। তো সেই জায়গায় ওনার যোগদান হতে পারত। একটা প্রতিভাকে আমরা হারিয়ে ফেললাম। আর দলের এজেন্ডা তো রাখতেই হবে।'
আরও পড়ুন, দানার অভিমুখ কোন দিকে ? শীত আসা-যাওয়ায় প্রভাব পড়বে কি ? জানাল হাওয়া অফিস
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।