Mousam Benjir Noor: বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে মৌসুম বেনজির নূর
Malda News: মালদার রতুয়ার মহানন্দাটোলার বন্যা কবলিত এলাকা ত্রাণ দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মৌসম বেনজির নূর।
করুণাময় সিংহ, মালদা: প্রবল বর্ষণের ফলে গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বৃদ্ধির জেরে বন্যা কবলিত মালদা জেলার বিস্তীর্ণ অঞ্চল। প্রচুর মানুষ ঘরছাড়া হওয়ার পাশাপাশি বিঘের পর বিঘে চাষের জমি জলমগ্ন হয়েছে। নষ্ট হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার ফসল। এই পরিস্থিতিতে বন্যা কবলিত মালদার (Malda)রতুয়ার মহানন্দটোলা এলাকায় ত্রাণ দিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর (TMC Rajya Sabha MP Mousam Benjir Noor)। যদিও বিক্ষোভের কথা অস্বীকার করেছেন মৌসম।
তাঁর দাবি, প্রচুর মানুষ একসঙ্গে চলে আসায় সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই পরে আরও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। বিক্ষোভের কোনও ঘটনাই ঘটেনি।
বৃহস্পতিবার রতুয়ার মহানন্দাটোলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। সেখান বন্যাদুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করার কথা ছিল তাঁর। সেই খবর পেয়ে প্রচুর মানুষ ভিড় জমান ওই এলাকায়। ত্রাণের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাঁরা। কিন্তু, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ না থাকাই সৃষ্টি হয় বিশৃঙ্খলার। এই ঘটনার জেরে মৌসুমের সামনে ক্ষোভে ফেটে থাকেন মহানন্দাটোলা এলাকার বাসিন্দারা। পরে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মৌসম।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি প্রচণ্ড বৃষ্টি ও দামোদর ভ্যালি কর্পোরেশন ফারাক্কা ব্যারেজ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে সর্বশ্রান্ত হয়েছেন অনেক মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের এই পরিস্থতি জন্য দায়ী করেছেন ডিভিসি ও কেন্দ্রীয় সরকারকে। পরিকল্পিতভাবে ম্যানমেড বন্যা বলেও তোপ দেগেছেন তিনি। ফারাক্কা ব্যারেজের ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জায়গা বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার জন্য ইতিমধ্যেই ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ সচিব।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Junior Doctors Protest: পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তররা, কী পরামর্শ দিচ্ছেন বিশিষ্টরা?