Abhishek Banerjee : বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও ! একুশের মঞ্চ থেকে ডাক অভিষেকের
TMC Shahid Diwas : ব্লক স্তরে গেরুয়া শিবিরের নেতাদের বাড়ির অদূরে প্রতীকী ঘেরাওয়ের বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, বাড়ির সামনে প্রতিবাদ করলেও বলবে পথ অবরুদ্ধ করছে।
কলকাতা : একুশের সভামঞ্চ থেকে বিজেপি নেতা-নেত্রীদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ! তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, আগামী ৫ অগাস্ট ৮ ঘণ্টার জন্য বুথ থেকে ব্লক স্তরে সমস্ত গেরুয়া শিবিরের নেতাদের বাড়ি ঘেরাওয়ের জন্য তৃণমূল (TMC) কর্মী-সমর্থদের ডাক দেন তিনি।
আগামী ৫ অগাস্ট শনিবার সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত তৃণমূল নেত্রীর অনুমতি দিয়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিচ্ছেন বলেই জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বক্তব্য রাখার সময় জানান, বিজেপি নেতাদের বাড়ির থেকে ১০০ মিটার দূরে প্রতীকী ঘেরাও করো। ব্লক স্তরে গেরুয়া শিবিরের নেতাদের বাড়ির অদূরে প্রতীকী ঘেরাওয়ের বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, বাড়ির সামনে প্রতিবাদ করলেও বলবে পথ অবরুদ্ধ করছে।
পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) জয়ের পর প্রথম একুশের সমাবেশে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দু'জনেই বিজেপি সরকারকে নিশানা করেন। একশো দিনের কাজে রাজ্যের বকেয়ার প্রসঙ্গ সামনে তুলে ধরেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যেখানে বক্তব্য রাখার মাঝে, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে দিল্লি চলোর ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর লোকসভা নির্বাচনের প্রাক্কালে দিল্লিতে বার্তা পৌঁছে দিতেই যে বার্তা তিনি দেন বলেই জানান তিনি। যে কর্মসূচিতে নেত্রীর অনুমতি রয়েছে বলেই জানান অভিষেক। যারপরই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। যদিও বক্তব্য রাখার মাঝে দিল্লি চলোর কর্মসূচিতে অভিষেকের সুরই শোনা গেলেও ঘেরাওয়ের বার্তায় বদল ঘটান তৃণমূল সুপ্রিমো।
একুশের মঞ্চ থেকে এবার দিল্লি চলোর ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, "২ বছর ধরে বন্ধ একশো দিনের কাজের টাকা। সাত থেকে আট থেকে হাজার কোটি টাকা বাকি। জব কার্ড হোল্ডারদের জীবন-জীবিকা নির্ভর করে এই একশো দিনের কাজের টাকার উপর। তাঁদের টাকা আটকে রেখেছে এই বিজেপি সরকার। একশো দিনের আন্দোলন আগামী দিনে দিল্লির বুকে হবে। কৃষিভবনের বাইরে হবে। কাঁধে কাঁধে মিলিয়ে লড়ব। গাঁধী জয়ন্তীতে ২ অক্টোবর দিল্লির চলোর ডাক তৃণমূল কংগ্রেস
আরও পড়ুন- তৃণমূলের ২১-র মঞ্চ এখন কাটমানির মঞ্চ, পাগলু ডান্সের মঞ্চ, আক্রমণ শুভেন্দুর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial