TMC Shahid Diwas 2022: 'স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে সমাবেশ', তৃণমূলকে নির্দেশ হাইকোর্টের
TMC 21st July: 'জমায়েত থেকে যেন সংক্রমণ না ছড়ায়, তার জন্য পদক্ষেপ নিতে হবে', শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে তৃণমূলের সমাবেশ করার নির্দেশ হাইকোর্টের।
কলকাতা: স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে তৃণমূলের (TMC) সভার নির্দেশ হাইকোর্টের (High Court)। রাজ্যে বাড়ছে কোভিডের (Covid) গ্রাফ। আড়াই হাজার ছুঁইছুঁই সংক্রমণ। তার মধ্যে প্রতি বছরের মতোই বৃহস্পতিবার, ২১ জুলাই তৃণমূল শহিদ দিবস পালব করছে। কোভিডের কারণে এর আগে গত দুবছর এভাবে জমায়েত করে শহিদ দিবস পালন করা হয়নি।
কী নির্দেশ:
কোভিডের উদ্বেগের মধ্যেই শহিদ দিবস পালন করা নিয়ে তৃণমূলকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৩০ জুনের গাইডলাইন মেনে তৃণমূলের ২১ জুলাইের সমাবেশের নির্দেশ দেওয়া হয়েছে। 'জমায়েত থেকে যেন সংক্রমণ না ছড়ায়, তার জন্য পদক্ষেপ নিতে হবে', শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে তৃণমূলের সমাবেশ করার নির্দেশ হাইকোর্টের।
২১ জুলাই সমাবেশ ঘিরে দুদিন আগে থেকেই সাজোসাজো রব তৃণমূলের। দূর-দূরান্তের জেলাগুলি থেকে একদিন আগেই এসে পৌঁছেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিভিন জায়গায় রাখা হচ্ছে তাঁদের। সকালে মিছিল করে তাঁরা পৌঁছবেন সভাস্থলে।
এই অনুষ্ঠানের জন্য, বৃহস্পতিবার শহরে একাধিক রাস্তা ওয়ানওয়ে থাকছে।
কোন রাস্তা ওয়ান ওয়ে:
উত্তর থেকে দক্ষিণ আমহার্স্ট স্ট্রিট, দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট, উত্তর থেকে দক্ষিণ ব্রেবোর্ন রোড, পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট, দক্ষিণ থেকে উত্তর বেন্টিঙ্ক স্ট্রিট, পশ্চিম থেকে পূর্ব নিউ CIT রোড, দক্ষিণ থেকে উত্তর বিধান সরণি, দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড, দক্ষিণ থেকে উত্তর রবীন্দ্র সরণি ( BK পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত )
*সূত্র: কলকাতা পুলিশ
বুধবার সভাস্থল পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণ ভাবে, শৃঙ্খলা মেনে মিছিলে আসতে বললেন মমতা। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করে পরে সাবধানে বাড়ি ফিরে যেতে বললেন। কর্মীদের নিয়ে যখন গাড়িগুলি আসবে, তখন সাবধানে গাড়ি চালানোর বার্তা দিলেন তিনি। এদিনও তিনি ফের বলেন কর্মীরাই তাঁর দলের সম্পদ।
আরও পড়ুন: 'লোক হবে না বলে ভয়ে পালিয়ে গেল শুভেন্দু', ২১ জুলাইয়ে বিজেপি সভা নিয়ে পিছোতেই তোপ কুণালের