Suvendu Adhikari : 'শুভেন্দু অভিষেকের ভূত দেখছে, ছেলের মধ্যে মেয়ে, মেয়ের মধ্যে ছেলে দেখছে : কুণাল
Suvendu Vs Abhishek : অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বাগযুদ্ধে, বঙ্গ রাজনীতি এখন সরগরম।

দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী । দুই মহারথীর লড়াইয়ে এখন বঙ্গ রাজনীতি তপ্ত । অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাঁর নানা ভাষণে মাঝেমধ্যেই উঠে আসে ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ। ২০২১ এর নির্বাচন পূর্ববর্তী সময় থেকে এই কাদা ছোড়াছুড়ির সিলসিলা চলছে। যা প্রতিদিন নতুন নতুন মাত্রা নিচ্ছে। একে অপরকে বেনজির আক্রমণ শাণাচ্ছেন দুই দলের সেনাপতি। আর তার জেরেই উত্তাল বঙ্গ রাজনীতির আঙিনা।
শুভেন্দু বনাম অভিষেক
আক্রমণের বিষয় রাজনীতি থেকে চলে এসেছে এক্কেবারে ব্যক্তিগত স্তরে। শুভেন্দুর 'পিসি-ভাইপো'র জবাব অভিষেক দিয়েছেন 'তোর বাপকে গিয়ে বল পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি' বলে। সেই প্রসঙ্গেই এবার শুভেন্দুকে নিশানা করে কুণাল ঘোষ বললেন, ' শুভেন্দু অভিষেকের ভূত দেখছে। ছেলের মধ্যে মেয়ে, মেয়ের মধ্যে ছেলে দেখছে '
প্রসঙ্গ ডায়মন্ড মডেল
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ' বহু চর্চিত, বহু আলোচিত ডায়মন্ড মডেল বাংলাকে ছাপিয়ে ভারতের নানা জায়গাতেও পথ প্রদর্শন করতে সক্ষম হয়েছে। ' এই দাবিকেই কার্যত চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, 'ডায়মন্ড হারবার মডেল মানে মদের বোতল থেকে পাঁচ টাকা। সঙ্গে বালি, পাথর, গরু তো আছেই। এই মডেল সবচেয়ে কার্যকর দক্ষিণ ২৪ পরগনায়' । তিনি আরও বলেন, 'ডায়মন্ড হারবার মডেল। সবচেয়ে উৎকৃষ্ট মডেল। এই মডেলে সিভিক থেকে শিক্ষক নিয়োগে টাকা নেওয়া হয়। একশো দিনের কাজে জব কার্ড হোল্ডারদের কাজ না দিয়ে, জেসিবি দিয়ে কাজ। ফলের বাগান মানে কলার বাগান। '
নিশানায় মুখ্যমন্ত্রী
শুধু অভিষেক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও বৃহস্পতিবার কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বলেন, ' নেতাজি ইন্ডোরে তৃণমূলের একটা সভায় মুখ্যমন্ত্রী, তৃণমূলের মালিক বলেছেন, ৯৯.৯৯ শতাংশ পার্টি কর্মী সৎ। আমরা প্রমাণ করে দেব ৯৯.৯৯ শতাংশ লোকই অসৎ। এটা একটা জেলা দিয়ে শুরু হল। এটা হিমশৈলের চূড়ামাত্র। '
View this post on Instagram






















