![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kunal on Suvendu: তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু, কুণালের দাবি ঘিরে শোরগোল
Kunal on Suvendu: মঙ্গলবার সল্টলেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে নিয়ে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন কুণাল। তিনি বলেন, "যারা তৃণমূল থেকে গেছে, তারা বলছে আমাদের নাও। শুভেন্দু ফিরতে চাইছে। "
![Kunal on Suvendu: তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু, কুণালের দাবি ঘিরে শোরগোল TMC Spokesperson Kunal Ghosh claims BJP MLA Suvendu Adhikari tryting to comeback to TMC Kunal on Suvendu: তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু, কুণালের দাবি ঘিরে শোরগোল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/08/ee5880a47286cadd9310ca3bc3f9168b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূলে ফিরতে চাইছেন বলে শোরগোল ফেলে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, শুভেন্দু তৃণমূলে (TMC) ফিরতে চাইছেন। ওঁর সঙ্গে তৃণমূল ছেড়ে যাঁরা পদ্ম শিবিরে গিয়ে উঠেছিলেন, ফিরতে চাইছেন তাঁরাও। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ফের শুভেন্দুকে দলে জায়গা করে দেবেন? সেই সম্ভাবনা যদিও খারিজ করেছেন কুণাল।
মঙ্গলবার সল্টলেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে নিয়ে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন কুণাল। তিনি বলেন, "যারা তৃণমূল থেকে গেছে, তারা বলছে আমাদের নাও। শুভেন্দু ফিরতে চাইছে। ওর সঙ্গে দু’-একজন যারা গিয়েছে, তারাও চাইছে ফিরতে। শুভেন্দু ফিরতে চাইছে, কিন্তু ফেরানো হবে না।"
সম্প্রতি বিধাননগরে বিজেপি-র (BJP) হয়ে পুরভোটের প্রচারে গিয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসা সব্যসাচী দত্তকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। বিধানসভা নির্বাচনে সেখানে পরাজয়ের কথা বলতে গিয়ে শুভেন্দু জাননা, প্রার্থী নির্বাচনে ভুল হয়েছিল বিজেপি-র। তাই সামান্য ভোটে হারতে হয়েছে। নাম না করে সব্যসাচীকে নিশানা করে বলেন, "সেই প্রার্থী হিসেব কষে রেখেছিলেন। বিজেপি সরকারে আসছে মনে করে গিয়েছিলেন। এখন বিজেপি প্রথান বিরোধী দল রাজ্য। এখন রাজ্যে তিন থেকে ৭৭ হয়েছে বিজেপি। কিন্তু আমরা ১৪৮টি আসন পাইনি। রাজনীতি যাদের পেশা, ব্যবসা, শাসকদলের সঙ্গে না থাকলে, কাটমানি না পেলে, তারা বিরোধী দলের রাজনীতি করতে পারে না,তারা মধু খেতে তোলামূলে ফিরে গিয়েছে।"
আরও পড়ুন: Coochbehar : নির্দল হয়ে পুরভোটে দাঁড়ালে পেটানোর হুঁশিয়ারি ! বিতর্কে কোচবিহারের তৃণমূল প্রার্থী
এ দিন সেই নিয়েই কুণালকে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি বলেন, "যাদের কোনও জনভিত্তি নেই, মানুষের সমর্থন নেই, অবসাদ থেকেই এগুলো বলছে তারা। সব্যসাচীকে ঈর্ষা করছে। আর শুভেন্দু তো ফিরতেই চাইছে। তাই অবসাদ থেকে এ সব বলছে। এ সবে গুরুত্ব দেওয়ার কোনও অর্থ নেই।"
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যান শুভেন্দু। সব্যসাচী যদিও তার আগেই বিজেপি-তে যোগ দেন। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি-র ভরাডুবির পর ফের তৃণমূলে এসে উঠেছেন সব্যসাচী। আসন্ন পুরভোটে তাঁকে প্রার্থীও করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)