Mamata Banerjee: জোটের নামকরণ আমি করেছি, আমাকেই অসম্মান, লড়তে চাইলেও, লড়তে দেওয়া হচ্ছে না: মমতা
Kolkata News: সোমবার রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতায় 'সংহতি মিছিল' বের করেন মমতা।
কলকাতা: লোকসভা নির্বাচনের আগে পারদ চ়ড়ছে ক্রমশ। শাসক-বিরোধী দুই শিবিরেই যেমন তৎপরতা বেড়েছে, তেমনই বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের অন্দর থেকেো লাগাতার মতভেদের খবর উঠে আসছে। সেই আবহেই মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, I.N.D.I.A জোটের নামকরণ তিনিই করেছিলেন। কিন্তু তাঁকেই ওই বৈঠকে গিয়ে অসম্মানিত হতে হয় যে সিপিএম-এর বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন, তারাই বৈঠকে ছড়ি ঘোরায় বলে এদিন দাবি করেন মমতা। সরাসরি নাম না নিলেও, কংগ্রেসও খবরদারি করে বলে এদিন অভিযোগ করেন মমতা। (Mamata Banerjee)
সোমবার রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতায় 'সংহতি মিছিল' বের করেন মমতা। সেখানেই জোটের অন্দরের মতভেদ নিয়ে মুখ খোলেন। মমতা বলেন, "I.N.D.I.A জোটের নাম আমিই দিয়েছি। কিন্তু আমার বলতে কষ্ট হচ্ছে যে, মিটিংয়ে গেলে CPM মিটিং পরিচালনা করে, যাদের বিরুদ্ধে জীবন ভর লড়াই করেছি আমি। ওদের কোনও পরামর্শ মানব না আমি। আমাকে অনেক অসম্মান করা হয়। তার পরেও আমি বলেছি, আঞ্চলিক দলগুলি, যে যেখানে শক্তিশালী, তাদের উপর সেখানকার দায়িত্ব ছেড়ে দেওয়া হোক। বাকি ৩০০ আসনে আপনারা লড়ুন, আমি নিতে যাব না। কিন্তু ওরা কী বলে? বলে, 'আমাদের যা ইচ্ছে তা-ই করব'।" (I.N.D.I.A Alliance)
এসব করে আসলে বিজেপি-কে সুবিধা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, "এভাবে বিজেপি-কে সাহায্য় করবেন না। কেউ ক্ষমা করবে না, আমি তো করবই না। আমার লড়ার সাহস আছে। কিন্তু আমাকে লড়তে দেওয়া হচ্ছে না। আমার লড়াই করার শক্তি আছে। আজ দেখুন, আমি এই মিছিল বের করেছি। আর কোনও দল নেমেছে রাস্তায়? আমরা সব ধর্মের মানুষের কাছে গিয়েছি। কারণ আমরা চাই, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের মধ্যে সম্প্রীতি থাকুক, ভ্রাতৃত্ববোধ থাকুক।"
সভা থেকে মমতা জানান, যত রক্ত দিতে হবে, তার জন্য প্রস্তুত তিনি। বিজেপি-কে কোথাও সুবিধা পেতে দেবেন না। কেউ কেউ ধর্মগুরু হওয়ার দোহাই দিয়ে বিজেপি-র থেকে টাকা নিয়ে ভোটের ময়দানে নেমে পড়ছেন বলেও জানান মমতা। তিনি জানান, বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনি জ্যোতি বসুর কাছেও ছুটে গিয়েছিলেন। মেটিয়াবুরুজ, পার্কসার্কাস তখন অশান্ত। কোনও সাহায্য লাগবে কিনা জানতে চেয়েছিলেন জ্যোতিবাবুর কাছে। অনেক জায়গায় গিয়ে আক্রান্তও হয়েছেন, বিক্ষভের মুখে পড়েছেন। কিন্তু রাতভর জেগে পাহারা দিয়েছেন। আজও দেশকে বেঁধে রাখতে চান তিনি, এদিন জানান মমতা।