West Bengal Top News: কুন্তলকে নিয়ে বিস্ফোরক তাপস, স্টালিনের সঙ্গে ফোনে কথা মমতার, গরম থেকে মুক্তির ইঙ্গিত-বৃহস্পতিবার দুপুরের সব থেকে বড় খবর
যুব নেতা কুন্তল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি তাপস মণ্ডলের। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে ফোনে কথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।অসহ্য গরম থেকে অবশেষে মুক্তির ইঙ্গিত
'অভিষেকের নাম ভাঙিয়ে টাকা, ১০০ নয় ৫০০ কোটি তুলেছে কুন্তল' বিস্ফোরক তাপস মণ্ডল
নিয়োগ দুর্নীতিতে জেলে দু'জনেই। একে অপরের বিরুদ্ধে আগেও মুখ খুলেছিলেন তাঁরা। ফের একবার বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তাপস মণ্ডল। তাঁর অভিযোগ, '১০০ নয়, ৫০০ কোটির খেলা, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে। অভিষেকের (বন্দ্যোপাধ্যায়) নাম ভাঙিয়ে টাকা তুলেছে। 'হাওয়ালার মাধ্যমে ও টাকা বাইরে পাঠিয়েছে, কেন্দ্রীয় এজেন্সি কোনও চাপ দেয়নি। লক আপ থেকে আদালতে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করেন তাপস মণ্ডল
'বিরোধী ঐক্যের টর্নেডোর মতো আত্মপ্রকাশ' বার্তার পরই স্টালিনকে ফোন মমতার
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM) এম কে স্টালিনের (MK Stalin) সঙ্গে ফোনে কথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বিরোধী জোট নিয়ে গতকাল দুপুরে বার্তার পরই সন্ধে নাগাদ বাংলার মুখ্যমন্ত্রী ফোন করেন বলেই জানা গিয়েছে। 'বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে আলোচনা প্রয়োজন, অবিজেপি শাসিত রাজ্যগুলির একত্রিত হয়ে আলোচনা প্রয়োজন,' সে বিষয়ে কী পদক্ষেপ করা যায় তা নিয়েই আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায় ও এম কে স্টালিনের মধ্যে কথা হয় বলে সূত্রের খবর।
অবশেষে স্বস্তি? সপ্তাহশেষে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কোথায় কোথায় বৃষ্টি?
অসহ্য গরম থেকে অবশেষে মুক্তির ইঙ্গিত। সপ্তাহের শেষে বদলে যেতে পারে আবহাওয়া। সপ্তাহান্তে রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি থেকে মঙ্গলবারের মধ্যে ভিজবে কলকাতাও। যদিও আজ ও কাল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল সাংসদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতার
শুভেন্দু অধিকারীর পরে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরামবাগের তৃণমূল সাংসদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সোশাল মিডিয়ায় তিনি অভিযোগ করে লিখেছেন, সাংসদের প্যাড ব্যবহার করে চাকরির জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নাম সুপারিশ করেছিলেন। ট্যুইটারে এর সঙ্গে কয়েকটি নথি পোস্ট করে, বিজেপি নেতার দাবি, এসএসসি, গ্রুপ সি-র অযোগ্যদের তালিকাতেও নাম আছে সুপারিশ করা চাকরিপ্রার্থীদের। এই অভিযোগ তুলে আরামবাগের সাংসদকে গ্রেফতারির দাবিও তুলেছেন তরুণজ্যোতি।
নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই কি শেষ এনভিএফ কর্মী?
পুরুলিয়া পুলিশ লাইনে গুলিবিদ্ধ হয়ে কর্মরত এনভিএফ কর্মীর মৃত্যুতে হইচই। মৃতের নাম সুশীল কিস্কু। প্রাথমিক তদন্তে অনুমান, নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই প্রাণ গিয়েছে তাঁর।ঘটনার তদন্ত শুরু হয়েছে।