East Midnapore: তৃণমূল ছেড়ে বিজেপি করায় নেতাকে খুনের চেষ্টা, অভিযোগ তৃণমূলেপ বিরুদ্ধেই
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ব্লক কমিটি ঘোষণা নিয়ে এবার সামনে এসে পড়ল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব! শুক্রবার, তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা করেন চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের সভাপতি মহাদেব মল্লিক।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূল ছেড়ে বিজেপি করায় স্থানীয় নেতাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। ব্যক্তিগত রোষে হামলা, দলের যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
হাতে, পিঠে, কপালে কালশিটের দাগ, পা থেকে ঝরছে রক্ত! শরীরের বিভিন্ন জায়গায় কালশিটের দাগ আরও এক বিজেপি কর্মীর। বাঁকুড়ার ইন্দাসের পর, এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর। পঞ্চায়েত ভোটের মুখে ফের আক্রান্ত হল বিজেপি। এখানেও হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আক্রান্ত বিজেপি নেতা তাপস মাজির অভিয়োগ, শনিবার এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময়, রাস্তার মাঝে তাঁর বাইক আটকে বাঁশ, লোহার রড দিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী। বাইকের পিছনে থাকা আরেক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
বছরখানেক আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে মংলামোড়ের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা তাপস মাজি। তারপর থেকেই তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আক্রান্ত নেতার।
আক্রান্ত বিজেপি নেতা তাপস মাজির কথায়, পরিকল্পিতভাবে ১০-১৫ জন তৃণমূল আশ্রিত গুন্ডা হামলা চালিয়েছে। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় আমায় ও দেবীপ্রসাদকে রড দিয়ে মেরে ধানখেতে ফেলে চলে গেছে। খুনের চেষ্টা হয়েছিল। বিজেপি করা যাবে না বলে হুমকি দিচ্ছে।
ফুল ফ্রেম গ্রাফিক্স ইন- ভিও হবে না ভিও হবে না ভিও হবে না। বিজেপি করলে প্রাণে মেরে দেওয়ার 'হুমকি'। তৃণমূল আমলে বাংলায় জঙ্গলরাজ, অভিযোগ গেরুয়া শিবিরের।
কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলছেন, তৃণমূল আমলে জঙ্গলরাজ চলছে। আইনের শাসন নেই। পুলিশের প্রত্যক্ষ মদতে পটাশপুরে শেষ দুমাসে একই লোক ৩বার আক্রান্ত হয়েছে। পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন হবে।
পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিকের কথায়, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয়। প্রশাসনের কাছে অভিযোগ করুন, নিশ্চিতভাবে তদন্ত করে দেখা হবে। উনি সবসময় মিথ্যা অভিযোগ করেন। ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে কার সঙ্গে কী সমস্যা তার দায় তৃণমূল নেবে না।
আক্রান্ত বিজেপি নেতা ও কর্মী ভর্তি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বিজেপি সূত্রে খবর, ঘটনার পর পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির।






















