Madan Mitra: 'জমির দখল নিয়ে লড়াই' আড়িয়াদহকাণ্ডে বিস্ফোরক মদন মিত্র
North 24 Parganas News: পঞ্চায়েত ভোটের মুখে, বৃহস্পতিবার, উত্তর ২৪ পরগনার কামারহাটি পুর এলাকার, আড়িয়াদহে গুলি চলে বলে অভিযোগ।

কলকাতা: আড়িয়াদহকাণ্ডে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। যুব তৃণমূল নেতাকে গুলি চালানোর অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের নামেও ১ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি। মদন মিত্রর দাবি, সাতদিন আগে এনিয়ে তাদের সাবধানও করেছিলেন তিনি। তৃণমূল বিধায়কের (TMC MLA) অভিযোগ, কিছু ঠিকাদার কয়েকটা গ্রুপকে দুষ্কৃতী বানিয়ে তাদের জমি বিবাদে এগিয়ে দিচ্ছে। যে ঠিকাদার এসব করছেন, তাঁর নাম দিয়ে পুলিশ কমিশনারের কাছে গোপন রিপোর্ট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র।
ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক: পঞ্চায়েত ভোটের মুখে, বৃহস্পতিবার, উত্তর ২৪ পরগনার কামারহাটি পুর এলাকার, আড়িয়াদহে গুলি চলে বলে অভিযোগ। আক্রান্ত হন যুব তৃণমূল নেতা।গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেও, রাস্তায় ফেলে রড দিয়ে বেধড়ক মারধর করা হল যুব তৃণমূল নেতাকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অরিত্র ঘোষ নামে ওই যুব তৃণমূল নেতা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই গুলি চলেছে বলে বৃহস্পতিবার ইঙ্গিত করেছিলেন মদন মিত্র।
২৪ ঘণ্টার ব্য়বধানে, ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “এই গন্ডগোলের পিছনে কোনও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, কোনও বিবাদ, কোনও রাজনৈতিক ব্য়াপার নেই। সম্পূর্ণভাবে এটা জমির দখল নিয়ে লড়াই।’’ পাশপাশি, যাঁরা হামলাকারী, তাঁদেরকে খুন করার জন্য় সুপারি দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “যাদের বিরুদ্ধে গুলি চালাবার অভিযোগ এসেছে, আমি ৭ দিন আগে, তাদেরকে সাবধান করেছি। তাদের বিরুদ্ধে সুপারি দেওয়া হয়েছে। এক কোটি টাকা দেওয়ার। আমি নিজে পার্সোনালি তাদের সাবধান করেছি। তারা যখন তারাপীঠ যাবে, বর্ধমান রোডে তাদেরকে মারবে। যাদের বিরুদ্ধে আজকে গুলি চালাবার অভিযোগ এসেছে। আমি পার্সোনালি তাদেরকে বলেছি, তোরা ভুল রাস্তায় যাচ্ছিস। এই নাম, এই লোক তোদের মারার জন্য় সুপারি দিয়েছে। ’’ যদিও আড়িয়াদহকাণ্ডে এখনও কেউ গ্রেফতার হয়নি। গুলি চালানোর কথা স্বীকার করেনি পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?






















