Truck Driver Strike: ট্রাক ও লরি চালকদের বিক্ষোভ, কলকাতার একাধিক রাস্তায় অবরোধ, জেনে নিন কোন পথে ঘুরছে গাড়ি
Truck Driver Strike In Kolkata : সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে খিদিরপুর ও বন্দর এলাকার একাধিক রাস্তা কার্যত আটকে পড়ল।
হিন্দোল দে, কলকাতা : কেন্দ্রীয় পরিবহণ নীতির বিরোধিতায় দেশজুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে। আর এবার এ রাজ্যেও পড়ল তার প্রভাব। বাদ গেল না কলকাতাও। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে খিদিরপুর ও বন্দর এলাকার একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ল ট্রাক চালকদের প্রতিবাদে।
কোথায় কোথায় প্রতিবাদ কর্মসূচি
এ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ কর্মসূচি। হুগলির ডানকুনি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পড়েছে প্রভাব। মঙ্গলবার কেন্দ্রীয় পরিবহণ নীতির বিরোধিতায় কলকাতাতেও চলল ট্রাক ও লরি চালকদের বিক্ষোভ । সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে খিদিরপুর ও বন্দর এলাকার একাধিক রাস্তা কার্যত আটকে পড়ল। সকাল ৯টা থেকে খিদিরপুরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন ট্রাকচালকরা।
কলকাতার কোথায় প্রতিবাদ?
CGR রোড ও ডুমায়ুন অ্যাভিনিউয়ের সংযোগস্থলের রাস্তা আটকে রাখেন ট্রাক ও লরি চালকরা। পরে বন্দর এলাকার রামনগর মোড়, অ্যাসবেস্টস মোড়, হাইড রোড, সিক লেনেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ধর্মতলা বা হেস্টিংসের দিক থেকে আসা গাড়িগুলিকে খিদিরপুর ও ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, গার্ডেনরিচের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘোরানো হয় ব্রেস ব্রিজ দিয়ে। এর ফলে সকাল থেকে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বামনগাছিতেও চলে ট্রাক ও লরি চালকদের সমর্থনে প্রতিবাদ। এখানে রাস্তায় নামেন ম্যাটাডোর চালকরা। সকাল ১০টায় যশোর রোডে বামনগাছি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মিনি ট্রাক ড্রাইভার্স অ্যান্ড ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশনের সদস্যরা। অবিলম্বে কেন্দ্রের কালা আইন বাতিল করতে হবে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। পুলিশের হস্তক্ষেপে একঘণ্টা পর অবরোধ ওঠে।
কেন এই প্রতিবাদ?
কেন্দ্রের নতুন পরিবহণ আইনে বিপদে পড়বেন তাঁরা। বড়সড় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হবে। এই অভিযোগে দেশজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন ট্রাক ও লরি চালকরা। ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা এনেছে কেন্দ্র। এই আইনে গাড়ি দুর্ঘটনা নিয়ে নিয়মের কড়াকড়ি করা হয়েছে। আর তার প্রতিবাদেই দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: West Bengal Police Recruitment: রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে নিয়োগ, পরীক্ষা সূচি ঘোষণা বোর্ডের