Tuberculosis: যক্ষ্মা নিবারণ কর্মসূচিতে রাজ্যকে স্বীকৃতি কেন্দ্রের, স্বর্ণ পদক পূর্ব মেদিনীপুরের
যক্ষ্মা নিবারণ প্রতিযোগিতায় যোগ দিয়েছিল দেশের ২০১টি জেলা। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৩৩টি রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চল।
কলকাতা: যক্ষ্মা নিবারণ কর্মসূচিতে কেন্দ্রের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ (West Bengal)। যক্ষ্মা (TB) নিবারণে ভাল কাজের জন্য স্বর্ণ পদক পেল পূর্ব মেদিনীপুর (East Midnapur)। এই কর্মসূচিতে কেন্দ্রের কাছ থেকে ব্রোঞ্জ পুরস্কার পেল নদিয়া (Nadia)। দেশের ২০১টি জেলা যক্ষ্মা (Tuberculosis) নিবারণ প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৩৩টি রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চল। ভাল কাজের জন্য স্বর্ণ পদক পেয়েছে পূর্ব মেদিনীপুর-সহ দেশের আরও ৮টি জেলা। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের কাছ থেকে চিঠি এসেছে রাজ্যের স্বাস্থ্য দফতরে। স্বর্ণ পুরস্কার হিসেবে ১০ লক্ষ টাকা পাচ্ছে পূর্ব মেদিনীপুর (East Midnapur)।
২০২১-এ যক্ষ্মা যক্ষ্মা রোগীদের (TB) সঠিক তথ্য জানতে এবার ঘোষণা স্বাস্থ্য দফতর ঘোষণা করে (TB) রোগীদের তথ্য দিলে ওষুধ বিক্রেতা (Medicine Shop) ও ল্যাব কর্তৃপক্ষগুলি ৫০০ টাকা করে ইনসেনটিভ পাবে। সরকারের উদ্যোগকে স্বাগত জানায় চিকিৎসক মহল।
যক্ষ্মা রোগী (TB Patient) সম্পর্কে তথ্য দিলেই পুরস্কারের ঘোষণা স্বাস্থ্য দফতরের (Department of Health)! রোগী সম্পর্কে তথ্য দিলেই মিলবে ৫০০টাকা! যক্ষ্মা নোটেবল ডিসিজের আওতায় পড়ে। যার অর্থ, কারও যক্ষ্মা হলে তা সরকারকে জানাতেই হবে।
অনেকেই বেসরকারি হাসপাতালে (Private Nursing Home) বা চিকিৎসকের কাছে চিকিৎসা করান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের তথ্য সরকারের কাছে পৌঁছয় না। সেই ফাঁকফোকড় বন্ধ করতে এর আগে যক্ষ্মা রোগীদের সম্পর্কে তথ্য দিলে বেসরকারি হাসপাতালে বা চিকিৎসকদের ইনসেনটিভের ঘোষণা করেছিল সরকার।
পাশাপাশি, তথ্য সংগ্রহের জন্য জয়েন্ট এফোর্ট এলিমিনেশন টিবি নামে বেসরকারি একটি সংস্থা দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই সংস্থার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে। ফলে বেসরকারি হাসপাতাল থেকে তথ্য সরকারের ঘরে পৌঁছচ্ছে না।
তাই এবার যক্ষ্মা রোগীদের (Tuberculosis Patient) সম্পর্কে তথ্য পেতে ওষুধ বিক্রেতা ও ল্যাব কর্তৃপক্ষগুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কারের ঘোষণা করা হয়।