Garia Arms Recovery:আগ্নেয়াস্ত্রের খোঁজ গড়িয়ার সারদাপল্লিতে, ধৃত ২ যুবক
Two Arrested:ফের আগ্নেয়াস্ত্রের খোঁজ, এবার গড়িয়ার সারদাপল্লিতে। গ্রেফতার করা হয় দুই যুবককে। পুলিশের দাবি, ধৃতদের নামে একাধিক মামলাও রয়েছে। তার উপর হালের ঘটনা।
রণজিৎ সাউ, গড়িয়া: ফের আগ্নেয়াস্ত্রের খোঁজ (Arms Recovered In Garia), এবার গড়িয়ার সারদাপল্লিতে। গ্রেফতার করা হয় দুই যুবককে (Youth Arrested)। পুলিশের দাবি, ধৃতদের থেকে ১টি সেভেন এম এম পিস্তল ও ৩ রাউন্ড লাইভ কার্তুজ, ৪টি লং মেশিন ও চার পিস এইট এমএম গুলি ও ছয় পিস ১২ বোডের গুলি উদ্ধার করা হয়েছে। তাদের নামে একাধিক মামলাও রয়েছে ৷
কী ঘটল?
এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। সেই মতো গড়িয়ার সারদাপল্লী এলাকায় অভিযান চালায় তারা। তখনই গ্রেফতার হন ইন্দ্রনীল দাস ও বাবু মন্ডল ৷ এর আগেও তারা গ্রেফতার হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ তল্লাশি চালিয়ে তাঁদের থেকে এই সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ৷ কী কারণে এত আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ধৄতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করার কথা৷ সূত্রের খবর, দুজনের জন্য ১৪ দিনের হেফাজতের আবেদন জানানো হবে।
যা জানা গেল...
পুলিশের দাবি, এলাকায় একাধিক অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত এই দুই অভিযুক্ত ৷ দাদাগিরি, তোলাবাজি, লোককে ভয় দেখানো এইসবেরই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার DSP মোহিত মোল্লা জানান, ধৄতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই বার কী কারণে এই অস্ত্র তারা মজুত করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাঁর ৷ আপাতত ধৃতদের বিরুদ্ধে ২৫(১) এ আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে বলে জানান ডিএসপি মোহিত মোল্লা৷
বার বার অস্ত্র উদ্ধার...
সব ঠিক থাকলে চলতি বছরেই বাংলায় পঞ্চায়েত ভোট। তার অনেক আগে থেকেই, প্রায় প্রতিদিন দিকে দিকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে যেমন বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা মুর্শিদাবাদ ও মালদার একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় একাধিক অস্ত্র কারবারিকে। আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেপুর ফেরিঘাটে জড়ো হয়েছিলেন তিনজন। সূত্র মারফত এই খবর পেয়ে বুধবার সন্ধেয় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তিনজনকেই গ্রেফতার করে তারা। উদ্ধার হয় দুটি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি। কী উদ্দেশ্যে, কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল? সেই তদন্তও শুরু হয়। অস্ত্র আইনে মামলা রুজু করে তার তদন্তও চালানো হয়। পাশাপাশি মুর্শিদাবাদের রেজিনগরেও পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ধৃত অস্ত্র কারবারি নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে দেদার বেআইনি অস্ত্র উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এনিয়ে একযোগে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানায় বিরোধীরা। কিন্তু অস্ত্র উদ্ধারের ধারায় যে খুব একটা বদল নেই, তা ফের প্রমাণ করল গড়িয়ার ঘটনা।
আরও পড়ুন:চাঁদে ছড়িয়ে ছোট কাচের পুঁতির মতো ওগুলি কী? ওর মধ্যেই কী জল?