Road Accident News: পৃথক জেলায় দুর্ঘটনায় মৃত ২, জখম ৬; পুলিশকে দেহ তুলতে বাধা-বিক্ষোভ
Rajpur News: পুলিশকে রাস্তা থেকে দেহ তুলতে বাধা দেয় বিক্ষুব্ধরা, চলে বিক্ষোভ। ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
রঞ্জিত সাউ ও অমিত জানা, রাজপুর ও বেলদা : আজ ভিন্ন জেলায় দু'টি পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু ও ছয় জন জখম হয়েছেন।
আজ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। দক্ষিণ ২৪ পরগনার রাজপুরের কালীতলা মোড়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁদের। দুর্ঘটনায় আহত হয়েছেন এক জন।
কী করে ঘটল দুর্ঘটনা ?
এদিন ভোরে ২ বাইক আরোহীকে ধাক্কা মারে লরিটি। এরপরই লরি নিয়ে পালিয়ে যায় চালক। আহতকে নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশকে রাস্তা থেকে দেহ তুলতে বাধা দেয় বিক্ষুব্ধরা, চলে বিক্ষোভ। ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
অপর একটি ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের বেলদায়। বেলদা থানার ঠাকুরচকে রাজ্য সড়কে বাস এবং বালিবাহী ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ডাম্পারের চালক। স্টিয়ারিংয়ে আটকে পড়ায় দীর্ঘক্ষণ চেষ্টা করে বের করা হয় চালককে।
স্থানীয় সূত্রের খবর, কাঁথির দিক থেকে একটি বাস বেলদার দিকে আসছিল। আর উল্টো দিক থেকে একটি বালিবাহী ডাম্পার যাচ্ছিল। হঠাৎই ঠাকুরচকের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি দু'টির। দ্রুত গতিতে বাসটি থাকার কারণে দুর্ঘটনা নাকি বাসের সামনের টায়ার ফেটে যাওয়ায় দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনায় বাসের যাত্রী-সহ জখম পাঁচজন। গুরুতর জখম ডাম্পারের চালককে বেলদা থানার পুলিশ নিয়ে যায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনার জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
স্থানীয় বাসিন্দা চিত্তরঞ্জন কর বলেন, মেদিনীপুরের দিকে যাচ্ছিল একটি বাস। সাইডে একটি বালির গাড়ি দাঁড়িয়েছিল। টায়ার ফেটে যাওয়ার কারণে বা অন্য কিছু কারণে ডাম্পারের মুখোমুখি এসে ধাক্কা মারে।
দিনকয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হয় এক পড়ুয়া।
অন্য পড়ুয়াদের সঙ্গে খেলা করছিল ওই শিশু। রোজকার মতো রাখা ছিল গরম খিচুড়ির কড়াই। সেই সময় অতর্কিতে গরম খিচুড়ির কড়াইয় পড়ে যায় বছর পাঁচেকের ওই শিশু। এই ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। দগ্ধ ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে