Udayan Guha: 'চাকরির নামে টাকা নিয়েছে, জেলে ভাত খাওয়ানোর ব্যবস্থা আমি করব', মন্তব্য উদয়নের
Udayan Guha Comments: মন্ত্রীর হুঁশিয়ারি, চাকরি বা সরকারি সুবিধা দেওয়ার নামে কেউ টাকা নিলে ফোন করে জানান, তাকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে ধর্নায় বসার দাওয়াই উদয়ন গুহর। পঞ্চায়েত ভোটের আগে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর।
গতকাল দিনহাটার দলীয় সভায় মন্ত্রীর হুঁশিয়ারি, চাকরি বা সরকারি সুবিধা দেওয়ার নামে কেউ টাকা নিলে ফোন করে জানান, তাকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে। পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এদিকে, ভেটাগুড়ি থেকে ফেরার পথে, গাড়ি রাস্তার সঙ্গে মিশে গেলে কাউকে দোষ দিতে পারবেন না। এমনই নতুন হুঁশিয়ারি শোনা গেল উদয়ন গুহর মুখে। তৃণমূলের নেতা-কর্মীরাই বিজেপিতে যোগ দিতে ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের কাছে যাচ্ছেন। তাই দলীয় কর্মীদেরকেই হুমকি দিচ্ছেন মন্ত্রী। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
আরও পড়ুন, 'আমাদের সরকার, আমাদের শাসন', কাটোয়াকাণ্ডে রাজ্যকে খোঁচা রাহুল-সুজনের
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, "আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না। এই কথাটা যেন মাথায় থাকে।"
বিভিন্ন মহলে প্রশ্ন, কাদের উদ্দেশে এহেন হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ? গাড়িতে করে কারা যাচ্ছেন দিনহাটার ভেটাগুড়িতে? তাৎপর্যপূর্ণ বিষয়, দিনহাটার ভেটাগুড়িতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি।
বিজেপি শিবিরের দাবি,তৃণমূলের অনেক নেতাই দলবদল করতে চেয়ে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই দলেরই একাংশকে নিশানা করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।





















