Mamata Banerjee:'মমতার ছবির নীচে আর সততার প্রতীক লিখতে পারছেন না দলের কর্মীরা', বিস্ফোরক মন্তব্য উদয়নের
এই প্রেক্ষাপটেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মন্তব্য, আমাদের মতো কিছু নেতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে আর সততার প্রতীক লিখতে পারছেন না।
কলকাতা: নিয়োগ (Recruitment) থেকে গরু-কয়লা , একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে তৃণমূলের (TMC)। গ্রেফতার হয়েছেন মন্ত্রী, বিধায়ক থেকে নেতা। আর এই প্রেক্ষাপটেই উত্তরবঙ্গ (North Bengal) উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) মন্তব্য, আমাদের মতো কিছু নেতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবির নীচে আর সততার প্রতীক লিখতে পারছেন না। এটা আমাদের কাছে দুঃখজনক। এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় নন, আমরা দায়ী, আক্ষেপের সুরে মন্তব্য উদয়ন গুহর।
ঠিক কী বলেছেন উদয়ন?
- 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে সততার প্রতীক যাতে লেখা যায়, সেটা ভাবতে হবে'
- 'আমাদের মতো কিছু নেতার জন্যই আর সততার প্রতীক লিখতে পারছেন না'
এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় নন, আমরা দায়ী, আক্ষেপের সুরে মন্তব্য উদয়ন গুহর (Udayan Guha)।
আরও পড়ুন, বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে হবে জিজ্ঞাসাবাদ, অনুব্রত-কন্যাকে দিল্লিতে তলব ইডির
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আরও জানান, চাকরি দেওয়ার নামে, ঘর দেওয়ার নামে যারা টাকা নিয়েছে তারা সমাজকে কলুষিত করছে। তাদের বিরুদ্ধে সবাইকে একসাথে লড়ার বার্তা দেন তিনি। উদয়নের দাবি, কংগ্রেস-সিপিএম-বিজেপি মিলে রামধনু জোট তৈরি করার চেষ্টা করবে তৃণমূলকে হারাতে। কিন্তু নিজেদের স্বার্থে মানুষের দায়িত্ব হবে সেই জোটের বিরুদ্ধে দাঁড়ানো। এমনকী দুর্নীতিপরায়ণদের পঞ্চায়েত ভোটে টিকিট না-দেওয়ারও বার্তা দেন রাজ্যের মন্ত্রী ৷
উদয়ন বলেন, ‘‘আমি টিকে থাকলে এই ধরনের লোকেরা পঞ্চায়েত নির্বাচনে সামনের সারিতে আসতে পারবে না। এর জন্য যদি আমাকে সব কিছু ছেড়ে দিতে হয়, আমি তাতেও রাজি।