Ultadanga Molestation: উল্টোডাঙায় বাউল শিল্পীকে ধর্ষণের অভিযোগে ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ
FIR না নিয়ে হাজার টাকা হাতে দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে উল্টোডাঙা মহিলা থানার বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেয় ডিসি, ইএসডি-র। এরপরেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে উল্টোডাঙা থানা।
কলকাতা: উল্টোডাঙায় (Ultadanga) ধর্ষণের (Molestation) অভিযোগে ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা কোর্ট (Sealdah Court)। ২২ জুলাই পর্যন্ত ধৃত অভিযুক্তর পুলিশ হেফাজতের নির্দেশ শিয়ালদা কোর্টের। গতকাল খাস কলকাতায় বাউল শিল্পীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগ ওঠে। FIR না নিয়ে হাজার টাকা হাতে দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে উল্টোডাঙা মহিলা থানার বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেয় ডিসি, ইএসডি-র। এরপরেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে উল্টোডাঙা থানা (Ultadanga women Police Station)।
খাটালে নিয়ে গিয়ে ছিনতাই, ধর্ষণ: ভরদুপুরে কলকাতার (Kolkata) বুকে ভয়ঙ্কর ঘটনা! বাউল শিল্পীকে খুনের হুমকি দিয়ে খাটালে নিয়ে গিয়ে ছিনতাই, ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে! অভিযোগ না নিয়ে হাজার টাকা হাতে দিয়ে ফিরিয়ে দেয় উল্টোডাঙা মহিলা থানা, চাঞ্চল্যকর দাবি অভিযোগকারিণীর পরিচিতদের।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে, কলকাতা স্টেশনের সামনে। মহিলার পরিচিতদের দাবি, দুপুরে দোকান থেকে জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন তিনি। বৃষ্টি এসে যাওয়ায় দাঁড়িয়েছিলেন কলকাতা স্টেশনের কাছে একটি শেডে। অভিযোগকারিণীর দাবি, তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা।
ঘটনার জেরে অসুস্থ: মহিলার পরিচিতদের দাবি, সাড়ে তিন ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করার পাশাপাশি ছিনতাই করা হয় মোবাইল ফোন, কানের দুল, আংটি ও নগদ আড়াই হাজার টাকা। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ায় বুধবার বাড়িতেই ছিলেন বছর ৪১-এর ওই শিল্পী। বৃহস্পতিবার পরিচিতদের সব জানান।
হাতিয়ার সোশাল মিডিয়া: পরিচিতদের দাবি, উল্টোডাঙা মহিলা থানায় গেলে অভিযোগ না নিয়ে ১ হাজার টাকা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরিচিতিরা সোশাল মিডিয়ায় ঘটনার কথা তুলে ধরলে নড়েচড়ে বসে পুলিশ। অভিযোগ নেয় উল্টোডাঙা থানা। মেডিক্যাল পরীক্ষা করা হয় মহিলার। এদিন ঘটনাস্থলে আসেন ডিসি ইএসডি, লালবাজারের গুন্ডাদমন শাখা ও ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা। কথা বলেন মহিলার সঙ্গে। ডেপুটি কমিশনার জানিয়েছেন, মহিলা থানার বিরুদ্ধে ওঠে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।