Uluberia Water Crisis: পাইপ লাইন ফেটে বিপর্যয়, জল কষ্টে উলুবেড়িয়ার বাসিন্দারা
Uluberia News: ভাগাড়-বিপর্যয়ের জেরে, দুর্বিসহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।

সুনীত হালদার, হাওড়া: হাওড়া বেলগাছিয়ার পর এবার উলুবেড়িয়া পুরসভাতেও ভূগর্ভস্থ পাইপ লাইন ফেটে বিপর্যয়। এবার, ফাটল হয়ে কার্যত জলযন্ত্রণায় ভুগছেন হাজার হাজার বাসিন্দারা।
ভাগাড়-বিপর্যয়ের জেরে, দুর্বিসহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এর মধ্য়ে আবার হাওড়ারই উলুবেড়িয়া পুরসভাতেও, জলের ভূগর্ভস্থ পাইপ লাইনে ফাটল ধরায়, আতান্তরে হাজার হাজার মানুষ। চৈত্রের গরমে তীব্র জলকষ্টে ভুগছেন সাতটি ওয়ার্ডের বাসিন্দারা। পুরসভার পাঠানো জলের ট্যাঙ্ক ঘিরে লম্বা লাইন। উলুবেড়িয়া পুরসভার ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা জবেদা বেগম বলছেন, "জল পাচ্ছি না কাল থেকে কষ্ট পাচ্ছি।'' আরেক বাসিন্দা নৌশাদ আলি খানের কথায়, "কিনে খেতে হচ্ছে জল, এক বালতি জলের জন্য দাঁড়িয়ে।''
মঙ্গলবার সন্ধেয়, প্রথম গরুহাটা ব্রিজের কাছে ভূগর্ভস্থ পাইপ লাইনে ফাটল দেখা দেয়। হু হু করে জল বেরোতে থাকে। ৩২টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ৭টি ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হয়। বুধবারই ঘটনাস্থল পরিদর্শনে যান পুরসভার চেয়ারম্যান অভয় দাস। তিনি বলেন, "কলকাতা থেকে লোক এসছে, আজকেকালকের মধ্যে সারানোর কাজ শেষ হয়ে যাবে...যে সমস্ত ওয়ার্ডে সমস্যা আছে সেখানে গাড়ি।'' ইতিমধ্যেই শুরু হয়েছে পাইপলাইন মেরামতির কাজ।
হাওড়ার বেলগাছিয়ায় এখন সব হারাদের হাহাকার। জঞ্জালের স্তূপ থেকে হওয়া বিপর্যয় রাতারাতি পথে এনে বসিয়েছে সেখানকার বাসিন্দাদের। কোথায় যাবেন? কোথায় থাকবেন? ভেবেই কূল পাচ্ছেন না তাঁরা। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। তৈরি করে দেওয়া হচ্ছে 'কন্টেনার ঘর'। মঙ্গলবার রাতেই আনা হয়েছে ৭টি কন্টেনার। লোহার তৈরি এই কন্টেনারগুলি রাখা হয়েছে বেলগাছিয়ায় ছাত্রদল ক্লাবের মাঠে। বুধবার রাতে আনা হয় আরও কন্টেনার। এগুলিকে বাসযোগ্য করার দায়িত্ব দেওয়া হয়েছে PWD-কে। এদিকে বেলগাছিয়ার বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে যুব তৃণমূলের তরফে। প্রতিদিন ২ বেলা করে হাজারখানেক মানুষের জন্য রান্নার বন্দোবস্ত করা হচ্ছে। যে ব্যাগে ভরে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে, তাতে লেখা রয়েছে, 'বিপদের দিনে আপনাদের সাথে আছে, didi এবং AB আপনাদের পাশে আছে'।






















