WB Dengue: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, পরিস্থিতি মোকাবিলায় চিঠি কেন্দ্রের
Dengue Update: আক্রান্তদের চিহ্নিত করতে ল্যাবরেটরি তৈরি রাখতে হবে। আগামীকাল মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে ফের রিভিউ বৈঠক।
কলকাতা: ডেঙ্গি (Dengue) নিয়ে সতর্ক হতে রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। চিঠিতে বলা হয়েছে, সংক্রমণ আরও বাড়বে, হাসপাতালে রোগীদের সংখ্যাও বাড়বে, প্রস্তুত থাকতে হবে। অতিরিক্ত রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। আক্রান্তদের চিহ্নিত করতে ল্যাবরেটরি তৈরি রাখতে হবে। আগামীকাল মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে (Nabanna) ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে ফের রিভিউ বৈঠক।
স্বাস্থ্য সচিবকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের: স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে এই মুহূর্তে ডেঙ্গির সংক্রমণ আরও বাড়বে। প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গি রোগীদের সংখ্যা বাড়বে। সেটা সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকে অতিরিক্ত রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। ডেঙ্গি আক্রান্তদের বেশি করে চিহ্নিত করার জন্য ল্যাবরেটরি প্রস্তুত রাখতে হবে। স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে, সমস্ত সরকারি হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসকদের সকাল সাড়ে নটার মধ্যে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভর্তি থাকা রোগীদের নজরদারিতে আরও সজাগ হতে বলা হয়েছে। আগামীকাল মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ে ফের রিভিউ বৈঠক হবে। এদিন স্বাস্থ্য দফতরের বিশেষ টিম গিয়েছে রানাঘাটে সরকারি হাসপাতালে ডেঙ্গি রোগীদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়ে পরিদর্শন করতে।
চলতি সপ্তাহের সোমবার ডেঙ্গি দমনে কড়া বার্তা দেয় নবান্ন। বিভিন্ন জেলার গুলির সঙ্গে বৈঠকে ইতিমধ্যেই পাঁচ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন। গতকালের বৈঠকে বলা হয়, বাড়ছে হটস্পট, সব থেকে বেশি হটস্পট উত্তর ২৪ পরগনা জেলায়। পুর-এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামে গঞ্জের বাজার, হাট গুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ নবান্নের। নবান্নের তরফে বলা হয়েছে, পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গি সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ। পঞ্চায়েত গুলি গ্রামাঞ্চলের জন্য মাইক্রো প্ল্যান তৈরি করবে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রোগীদের কিভাবে চিকিৎসা হবে তার জন্য এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে স্বাস্থ্য দফতরের তরফে।
আরও পড়ুন: North 24 Parganas Weather: ফের বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?