Uttar Dinajpur News: পুলিশকে গুলি করে উধাও বিচারাধীন বন্দি সাজ্জাক নিহত, সীমান্তে পালানোর চেষ্টার সময়ই তুলকালাম
Uttar Dinajpur Goalpokhor News: উল্লেখ্য, বুধবার কোর্ট থেকে জেলে ফেরার সময়, গুলি চালিয়ে দুই পুলিশকর্মীকে আহত করে পালায় বিচারাধীন বন্দি সাজ্জাক আলম।

আবির দত্ত, কলকাতা: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশকে গুলি করে উধাও বিচারাধীন বন্দিকে গ্রেফতার করল পুলিশ। বাংলাদেশে পালানোর সময় সীমান্ত এলাকায় পুলিশ সাজ্জাক আলমকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশের উপর গুলি চালিয়ে উধাও বন্দি সাজ্জাক নিহত, এমনটাই পুলিশ সূত্রে খবর।
বুধবার রায়গঞ্জ আদালত থেকে জেলে ফেরার সময়, গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে বাস থামিয়ে, গুলি চালিয়ে দুই পুলিশকর্মীকে আহত করে পালায় খুন ও ডাকাতির মামলায় বিচারাধীন বন্দি সাজ্জাক আলম। CC ক্যামেরায় ধরা পড়ে তার চম্পট দেওয়ার ছবি। পুলিশ জানায়, কোর্ট লক আপে বন্দির হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেয় অনুুপ্রবেশ মামলায় জেলখাটা বাংলাদেশের নাগরিক আব্দুল হোসেন। ২ জনের সন্ধান পেতে ছবি দিয়ে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করে পুলিশ।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, গোয়ালপোখরে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। ফলে, সীমান্ত পেরিয়ে আসামি পালিয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও উঠে আসছিল।
আরও পড়ুন, 'আপনার মেয়ে কিছুটা মারা গেছে' বলা হয়েছিল তাঁকে, বুকে দগদগে ক্ষত নিয়েই রায়ের অপেক্ষা মায়ের
উল্লেখ্য, বুধবার কোর্ট থেকে জেলে ফেরার সময়, গুলি চালিয়ে দুই পুলিশকর্মীকে আহত করে পালায় বিচারাধীন বন্দি সাজ্জাক আলম। কিন্তু, প্রশ্ন ওঠে, কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সে? কে তাকে দিল আগ্নেয়াস্ত্র? পুলিশ সূত্রে খবর, অনুপ্রবেশের একটি মামলায় কিছুদিন ইসলামপুর জেলে ছিল, বাংলাদেশের এক নাগরিক, নাম আবদুল হোসেন। সেখানেই খুনের মামলায় বিচারাধীন বন্দি সাজ্জাকের সঙ্গে তার পরিচয় হয়। মাস পাঁচেক আগে জেল থেকে ছাড়া পায় আব্দুল। বুধবার কোর্ট লক আপে সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেয় এই বাংলাদেশি আবদুলই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
