'তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ভ্যাকসিন দুর্নীতি ও স্বজনপোষণ হচ্ছে,' অভিযোগে বিক্ষোভ বিজেপির
বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
সুনীত হালদার, হাওড়া: তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। হাওড়ার জগৎবল্লভপুরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, পথ অবরোধ বিজেপির। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
দুর্নীতি ও স্বজনপোষণ হচ্ছে ভ্যাকসিন নিয়ে। এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ, পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি-কর্মী সমর্থকরা। বুকে পোস্টার নিয়ে রাস্তায় শুয়ে চলল প্রতিবাদ। হাওড়ার জগৎবল্লভপুরের তৃণমূল পরিচালিত মাজু পঞ্চায়েতে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ পঞ্চায়েতের বিজেপি সদস্যদের।
প্রতিবাদে বৃহস্পতিবার মাজু বাজারে হাওড়া-আমতা রোড অবরোধ করেন বিজেপি সমর্থকরা। যানজটে নাকাল হন যাত্রীরা। অবরোধ তুলতে এসে বচসায় জড়িয়ে পড়েন পুলিশকর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠলেও পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
বিজেপি মাজু পঞ্চায়েতের সদস্য অশোক সিংহ বলছেন, পঞ্চায়েতে দুর্নীতি। তৃণমূল সদস্যদের মাধ্যমে ভ্যাকসিন বন্টনের কুপন বিলি করছেন। বিরোধী দল করেন বলে কুপন দেওয়া হচ্ছে না। রাজনৈতিক রঙ দেখে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে ভ্যাকসিন পাচ্ছেন না। অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন উপপ্রধান।
মাজু পঞ্চায়েতের তৃণমূল উপ্রপ্রধান জয়ন্ত দাস জানাচ্ছেন, বিজেপি মিথ্যে অভিযোগ করে ভ্যাকসিন প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করছে। যদিও ভ্যাকসিন নিয়ে সমস্যা নেই বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েতে তালা ঝোলানোর প্রতিবাদে বিজেপি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপপ্রধান।
আরও পড়ুন: Darjeeling: শুরু হয়নি মেরামতি, মাটিগাড়ার বালাসন সেতু দিয়ে বন্ধ যান চালচল, সমস্যায় নিত্যযাত্রীরা
আরও পড়ুন: একবালপুরে সদ্যোজাত কন্যাসন্তানকে খুনে গ্রেফতার মা, আটক বাবা
আরও পড়ুন: টানা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিচ্ছিন্ন শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যোগাযোগ