(Source: ECI/ABP News/ABP Majha)
Madhyamik Exam 2023: নিরাপত্তা খতিয়ে দেখতে পরীক্ষা কেন্দ্রে বিনীত গোয়েল, পরীক্ষার্থীদের দিলেন গোলাপ
সেখানে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ। এরপর এলগিন রোডে ক্যাথিড্রাল মিশনারি স্কুলেও যান বিনীত গোয়েল।
কলকাতা: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023) শুরুর আগে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal)। এদিন প্রথমে ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলে (Bhawanipore United Missionary School) যান পুলিশ কমিশনার। সেখানে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ । এরপর এলগিন রোডে ক্যাথিড্রাল মিশনারি স্কুলেও যান বিনীত গোয়েল (Kolkata Police Commissioner) ।
হেল্পলাইনের বিস্তারিত: কড়া নিরাপত্তায় আর একঘণ্টার মধ্যে শুরু হচ্ছে মাধ্য়মিক পরীক্ষা (Madhyamik 2023) । মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ । পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়েছে । পর্ষদের হেল্পলাইন নম্বরগুলি হল, 033-2321-3827, 033-2359-2274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল 033-2321-3089, পর্ষদের সচিবের দফতরের নম্বর 033-2321-3816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল, examwbbse@gmail.com। মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা ।
কমল পরীক্ষার্থীর সংখ্যা: মাধ্যমিক । জীবনের প্রথম বড় পরীক্ষা । পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে । মাধ্যমিক মানেই লক্ষ লক্ষ পরীক্ষার্থী । ফি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ে সেই সংখ্যা । কিন্তু এবারের মাধ্যমিকের তাৎপর্যপূর্ণ বিষয়, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া । মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ । মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ ।
অন্যদিকে, জট কেটেছে পাহাড়ে । বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতায় হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে আগামীকাল ১২ ঘণ্টার পাহাড় বন্ধ হচ্ছে না । স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরীক্ষার্থীরা (Madhyamik Candidate) ।
দার্জিলিং-এ পরীক্ষা: দার্জিলিং (Darjeeling) শহরে হয়েছে ১০টি পরীক্ষা কেন্দ্র । মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দার্জিলিং জেলা (Darjeeling) পুলিশের তরফে ২টি হেল্প লাইন চালু করা হচ্ছে । নম্বরগুলি হল, 03542252057 এবং 9147889078 । কালিম্পং জেলা পুলিশের হেল্প লাইন নম্বর হল, 9147889088 । মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) ।
আরও পড়ুন: Lorry Accident: বেপরোয়া লরির দৌরাত্ম্য, কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু যুবকের