WB By Election Result 2024: 'দীর্ঘদিন ধরে আমরা এই কেন্দ্র জিততে পারিনি..', বিপুল ভোটে এগিয়ে ঝাল মেটালেন TMC নেতা, নিশানায় মোদি
TMC On Madarihat By Election Result 2024: এতদিন বিজেপির দখলে ছিল এই সিটটা। এবার কি সমীকরণ বদলে যাচ্ছে ? প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে কী ব্যাখ্যা দিলেন শাসক নেতা ?
![WB By Election Result 2024: 'দীর্ঘদিন ধরে আমরা এই কেন্দ্র জিততে পারিনি..', বিপুল ভোটে এগিয়ে ঝাল মেটালেন TMC নেতা, নিশানায় মোদি WB By Election Result 2024 Madarihat TMC Leader attacks PM Modi after getting huge amount of vote and appreciate CM Mamata Banerjee WB By Election Result 2024: 'দীর্ঘদিন ধরে আমরা এই কেন্দ্র জিততে পারিনি..', বিপুল ভোটে এগিয়ে ঝাল মেটালেন TMC নেতা, নিশানায় মোদি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/23/adb36eaefad4f4f1d9b81e2c4e34446d1732348237269484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আলিপুরদুয়ার: মাদারিহাটে ভোট গণনার শুরু থেকেই, হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে তৃণমূল। তবে একদিনে এই এগোনো নয়, ঠিক কোন কোন ইস্যুগুলি প্রভাব ফেলেছে, বিশ্লেষণ করলেন শাসক নেতা।
এতদিন বিজেপির দখলে ছিল এই সিটটা। এবার কি সমীকরণ বদলে যাচ্ছে ?
এতদিন বিজেপির দখলে ছিল এই সিটটা। এবার কি সমীকরণ বদলে যাচ্ছে ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতা বলেন, দেখুন মাদারিহাটের জয়। এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিচ্ছি। কারণ তিনি চা বাগানের মানুষের জন্য কাজ করেছেন। দীর্ঘদিন ধরে মাদারিহাটটা আমরা জিততে পারিনি। এই প্রথমবার আমরা মাদারিহাট, আমরা সকলে মিলে, তৃণমূল কংগ্রেস যেভাবে ফাইট করেছে, তারই প্রতিফলন এটা। এবং পুরো ক্রেডিটই মমতা বন্দ্যোপাধ্যায়ের।
'মানুষ বুঝতে পারছে, দিদি মানুষের জন্য করে, মোদি মানুষের জন্য করে না'
তিনি আরও বলেন, কারণ আমরা ২০১৬ সাল থেকেই বলে আসছিলাম, চা বাগানের জন্য বিজেপি কিছু করবে না। সেটা প্রমাণিত হয়েছে। বারবার মনোজ টিগ্গা জিতেছেন। এবং তিনি জেতার পরে মাদারিহাটের মানুষকে উপেক্ষা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে গিয়েছিলেন, ৯ টি চা-বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করবে। সেটাও করেনি। আজকের দিনে মানুষ বুঝতে পারছে, দিদি মানুষের জন্য করে, মোদি মানুষের জন্য করে না।
সকাল সাড়ে ১১ টার আপডট অনুযায়ী, ইতিমধ্য়েই নৈহাটিতে ৪৮ হাজার ৯১২ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।সিতাই কেন্দ্রে একাদশ রাউন্ডে ১ লক্ষ হাজার ১৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।মাদারিহাটে ষষ্ঠ রাউন্ডে ২৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুরে নবম রাউন্ডে ২২ হাজার ৮৭২ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরায় পঞ্চম রাউন্ডে ১৫ হাজার ৫২৮ ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়াতে নবম রাউন্ডে ৮৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
আরও পড়ুন, উপনির্বাচনে শুরু থেকেই সবুজ ঝড়, আবির খেলায় মাতল TMC, রইল লেটেস্ট আপডেট
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)