WB By Poll 2022: বালিগঞ্জের সিপিএম প্রার্থীর সমর্থনে ভিডিও বার্তা নাসিরুদ্দিন শাহের
একটি ভিডিও বার্তায় বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা হালিমের সমর্থন জানিয়েছেন নাসিরুদ্দিন শাহ। সোশাল মিডিয়ায় সেই ভিডিও বার্তা শেয়ার করেছেন স্বয়ং প্রার্থী।
কলকাতা: বালিগঞ্জের সিপিএম প্রার্থীর সায়রা শাহ হালিমের সমর্থনে ভিডিও বার্তা নাসিরুদ্দিন শাহের (Nasiruddin Shah)। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, "আমি কোনও রাজনৈতিক সংগঠনের সদস্যা নই। আমি আপনাদের সামনে সম্পূর্ণ ব্যক্তিগত বোধের উপর নির্ভর করে বালিগঞ্জ পুনর্নির্বাচনে সায়রা শাহ হালিমকে সমর্থন করার আবেদন জানাচ্ছি। আমার ভাইঝি হওয়ার সূত্রে আমি তাকে জন্ম থেকেই চিনি। কিন্তু পারিবারিক সম্পর্ককে একপাশে সরিয়ে রেখে বলতে চাই, আমি তাঁকে সবসময় একজন সাহসী, দায়বদ্ধ এবং সৎ, সংবেদনশীল মানুষ হিসেবে দেখে এসেছি। এমন একজন মানুষ যিনি মানুষের পাশে দাঁড়াতে সদা আগ্রহী। বিভিন্ন সময়ে অন্যায়ের সমালোচনা করেছেন। মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হয়েছেন সবসময়। সমাজসেবার কাজে জীবনকেও উৎসর্গ করেছেন সায়রা।''
#NaseerUddinShah appeals to the voters of #ballygungeConstituency to #vote4SairaShahHalim pic.twitter.com/KzcYglWRo2
— Saira Shah Halim سائرہ 🇮🇳 (@sairashahhalim) April 4, 2022
ভিডিও বার্তা নাসিরুদ্দিন শাহের: রাজনৈতিক পরিবারের সদস্য সায়রা এই প্রথমবার সরাসরি ভোটের ময়দানে। CAA-NRC বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। স্বামী ফুয়াদ হালিমের (Fuad Halim) হয়ে প্রচারে নামতেও দেখা গিয়েছে তাঁকে। নাসিরুদ্দিন শাহের বার্তা শেয়ার করেছেন স্বয়ং প্রার্থী। এদিনের ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ আরও বলেন, " সায়ার এবং ওঁর স্বামী বহু দিন ধরেই দরিদ্র মানুষের জন্য ডায়ালিসিস ক্লিনিক চালিয়ে যাচ্ছেন। সুতরাং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারদের সামনে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। আপানার কি এমন কাউকে আপরনাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান, যিনি সংবেদনশীল, সহমর্মী ও মানুষের প্রতি দায়বদ্ধ হোক, আপনাদের জন্য কাজ করবে? নাকি বেছে নেবেন কাউকে যিনি রং বদলানো, সুযোগসন্ধানী কাউকে, যে সমাজে বিদ্বেষ ছড়ায়? আসুন ভোট দিন, ভোট দেওয়ার আগে গভীরভাবে ভাবুন।
আরও পড়ুন: Justice Harish Tandon : SSC-র ১০টি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টন্ডন