Election Commission: ভোটার তালিকায় গরমিল, অফিসারদের সাসপেনশন-FIR নির্দেশ, কমিশনকে চিঠি মুখ্যসচিবের, 'এঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে..'
CS Letter EC: জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যসচিবের, কী উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে ?

কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার, কলকাতা: ভোটার তালিকায় গরমিল, অফিসারদের সাসপেনশন-FIR নির্দেশ। আজই রাজ্যকে দেওয়া কমিশনের ডেডলাইন শেষ হয়। এবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যসচিবের।
আরও পড়ুন, পুলিশি তলবে ঠাকুরপুকুর থানায় ২ চিকিৎসক পুণ্যব্রত ও তমোনাশ, 'পুলিশের আচরণকে ধিক্কার..'
মুখ্যসচিবের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৪ অফিসারকে নির্বাচনের যাবতীয় কাজকর্ম থেকে তুলে নেওয়া হল। ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষের পর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানানো হবে, জানালেন মুখ্যসচিব। 'এই অফিসাররা দক্ষতা ও নিষ্ঠাভরে কাজ করছেন', এঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে মনোবল ভেঙে যাবে, উল্লেখ রয়েছে ওই চিঠিতে।
কমিশন রাজ্য় সরকারের ৪ অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিলেও তা এখনই মানছে না সরকার! এরপরই প্রশ্ন উঠছে , এবার কী পদক্ষেপ করবে নির্বাচন কমিশন? চিঠির পাল্টা ফের চিঠি? নাকি আদালতের দ্বারস্থ হবে কমিশন? IAS অফিসার ও প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকার বলেন, 'কৌশলী পদক্ষেপ করেছে রাজ্য। মাত্র ২ জন লোয়ার অফিসারকে নিয়ে এনকোয়ারি করছে। সিনিয়রদের নিয়ে কিছু বলেনি। কার্যত নির্বাচন কমিশনের বক্তব্যই মানল রাজ্য। তবে কমিশনের ক্ষমতা আছে রাজ্যকে ফের বলা।'এর আগে রাজ্য় সরকারকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন বলেছিল , এই ৪ জন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন। তাঁরা শুধুমাত্র ERO কিংবা AERO হিসেবে দায়িত্ব পালনেই ব্যর্থ হননি, অন্য়ের হাতে 'লগ ইন' সংক্রান্ত তথ্য় তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন।
পাল্টা সোমবার নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে মুখ্য়সচিব বললেন, কিছু কিছু ক্ষেত্রে সৎ বিশ্বাসে অধস্তন কর্মীদের নির্দিষ্ট কিছু কাজ দেওয়া হয়।অর্থাৎ নির্বাচন কমিশন বিষয়টিকে যেভাবে দেখছে, রাজ্য় সরকার যে সেভাবে দেখছে না তা চিঠি থেকেই স্পষ্ট।অধ্যাপক জাদ মামুদ বলেন, রাজ্য সরকার কিছুটা মানল কিছুটা মানল না। যেদিকে সাংবিধানিক সঙ্কট এগোচ্ছে তাতে শেষমেষ সুপ্রিম কোর্টই ভরসা।' ভোট এখনও দূর!কিন্তু সংঘাত এখন থেকেই চরমে।জল শেষ অবধি কতদূর গড়ায়, সেটাই দেখার।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















