Corona Vaccine: কাল থেকেই কলকাতার স্কুলগুলিতে অনূর্ধ্ব-১৮ দের টিকাকরণ
Vaccination: কাল থেকেই রাজ্যে জারি হচ্ছে কড়া বিধিনিষেধ। নবান্নে এই সংক্রান্ত ঘোষণা করেছেন মুখ্যসচিব। বন্ধ থাকবে স্কুল সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে টিকাকরণে কোনওরকম বিধিনিষেধ জারি থাকছে না বলেই খবর।
ঋত্বিক মণ্ডল, কলকাতা: নির্দিষ্ট সূচি মেনেই কাল থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ চলবে কলকাতার স্কুলগুলিতে। নবান্ন সূত্রে এমনই খবর।
করোনা মোকাবিলায় কাল থেকে রাজ্যে জারি হচ্ছে কড়া বিধিনিষেধ। এই পরিস্থিতিতে কাল থেকে কলকাতার ১৬টি স্কুলে কীভাবে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ কীভাবে চলবে, সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। তবে নবান্ন সূত্রে খবর, নির্দিষ্ট সূচি মেনেই চলবে টিকাকরণ।
২৫ ডিসেম্বর রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ীই কাল থেকে শুরু হচ্ছে টিকাকরণ। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, কাল কলকাতার ১৬টি বরোর ১৬টি স্কুল থেকে ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ৪ জানুয়ারি কলকাতা পুরসভার ১৬টি বরোর ৫০টি স্কুল থেকে ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হবে। ১৫ থেকে ১৮ বছর বয়সিদের দেওয়া হবে কোভ্যাক্সিন। কলকাতায় ১৫ থেকে ১৮ বছর বয়সি আড়াই লক্ষ জনকে দেওয়া হবে কোভ্যাক্সিন।
করোনা মোকাবিলায় কাল থেকেই রাজ্যে জারি হচ্ছে কড়া বিধিনিষেধ। কাল থেকে বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। এছাড়া বন্ধ থাকবে সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন। চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধও থাকবে।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আরও জানিয়েছেন, কাল থেকে সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা থাকবে। শপিং মল, রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা রাখা যাবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি। মৃতদেহ নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ ২০ জন।
কাল থেকে সন্ধে সাতটা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে নির্দিষ্ট সময়েই চলবে মেট্রোরেল। মেট্রোরেলে কাল থেকে বন্ধ হচ্ছে টোকেন, চালু থাকবে স্মার্টকার্ড।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )