Doctor Training of Nurses: নার্সদের 'ডাক্তারি' প্রশিক্ষণ, সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের, কী সুবিধা, কাদের সুযোগ, জেনে নিন
WB Health Department: এই নয়া প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে আপাতত ৭০৪ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
কলকাতা: রাজ্যে এ বার শুরু হচ্ছে নার্সদের ‘ডাক্তারি’ প্রশিক্ষণ (Doctor Training of Nurses)। গ্রামে-গঞ্জে ডাক্তারের ঘাটতি মেটানোর জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department)। জানা গিয়েছে, প্রশিক্ষিত নার্সরা গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ‘কমিউনিটি হেলথ অফিসার’ হিসেবে কাজ করবেন, যাতে সাধারণ অসুখ-বিসুখের ক্ষেত্রে সাধারণ মানুষ সহজেই চিকিৎসা পেতে পারেন।
নার্সদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের
স্বাস্থ্য দফতর সূ্ত্রে জানা গিয়েছে, শীঘ্রই নার্সদের এই 'ডাক্তারি' প্রশিক্ষণ নিয়ে বিশদ তথ্য প্রকাশ করবে রাজ্য। আপাতত যা তথ্য মিলেছে, সেই অনুযায়ী, তিন সপ্তাহের প্রশিক্ষণের পর গ্রামে পাঠানো হবে নার্সদের। তাঁরা রোগীর প্রেসক্রিপশন লিখতে পারবেন না যদিও। দিতে পারবেন না ডেথ সার্টিফিকেটও। সাধারণ অসুখ-বিসুখের চিকিৎসা করতে পারবেন শুধুমাত্র।
এই নয়া প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে আপাতত ৭০৪ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রশিক্ষণ সম্পূর্ণ হলে গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পাঠানো হবে তাঁদের। গ্রামে-গঞ্জে পর্যাপ্ত সংখ্যক ডাক্তারের ঘাটতি মেটাতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Calcutta University: অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের
নিয়োগ-বিক্ষোভে শামিল নার্সরা
উল্লেখ্য, বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তার জেরে সম্প্রতি সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমারও বাধে। পুলিশি প্রতিরোধের মুখে পড়ে বিক্ষোভকারীদের তরফে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারী নার্সরদের একাংশ।
বিক্ষোভ সামাল দিতে গিয়ে এখ পুলিশকর্মী আহতও হন। তাতেও পিছু হটেননি বিক্ষোভকারীরা। বরং বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। রিক্রুটমেন্ট বোর্ডের প্রতিনিধির সঙ্গে কথা বলার দাবি জানান। সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সামনেও নার্সিং চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। সেই আবহেই শুক্রবার নার্সদের 'ডাক্তারি' প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি সামনে এল।