WB HS Exam 2023 Venue: আগামী বছরও কি হোম সেন্টারেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে?
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে। পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ।
![WB HS Exam 2023 Venue: আগামী বছরও কি হোম সেন্টারেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে? WB HS Exam 2023 Venue: hs exam 2023 will not taken in home centre, know in details WB HS Exam 2023 Venue: আগামী বছরও কি হোম সেন্টারেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/10/ba984e2f29c594380c7da38ed02382ca_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: করোনা অতিমারির কারণে গত দুটো বছর প্রভাব পড়েছিল পড়াশোনা থেকে পরীক্ষায়। চলতি বছর প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা হয়েছে। আগামী বছর থেকে আগের কায়দায় পরীক্ষা হবে। আগামী বছর হোম সেন্টারে পরীক্ষা হবে না। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে। পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ।
আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে না-
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন যে, চলতি বছর করোনা অতিমারির কথা মাথায় রেখে হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল। বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আগামী বছর এই নিয়মে পরীক্ষা হবে না। বরং আগের নিয়মেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে না। যেভাবে পরীক্ষার্থীদের সিট পড়ত, সেভাবেই হবে।
আরও পড়ুন - HS Exam Date 2023: আগামী বছর কবে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু? ঘোষণা হল দিন
গত ২ এপ্রিল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। এ বারে পরীক্ষায় বসতে নাম নথিভুক্ত করে ৭ লক্ষ ৪৫ হাজার ৬৫৫ জন পরীক্ষার্থী। ৯৬.০৮ শতাংশ পরীক্ষায় বসে। ৮৮.৪৪ শতাংশ পাস করেছেন। কোনও অসম্পূর্ণ রেজাল্ট নেই। এই বছর ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের সংখ্যা ৬৫ হাজার ৪৮৬ বেশি ছাত্রী পরীক্ষায় বসেছিলেন। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কঠোর পরীক্ষা বিধি প্রয়োগ করতে স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হয়েছিল। টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা এড়াতেই এই ব্যবস্থা ছিল প্রতিটি কেন্দ্রে, ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও।
করোনা আবহে বিশেষ ব্যবস্থা: করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। এ বারে পরীক্ষা হলেও, নিজের স্কুলেই পরীক্ষায় বসে পরীক্ষার্থীরা। যা এই প্রথম। করোনা আবহে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)