WB HS Results Toppers: ডিফেন্সে যোগ দেওয়ার স্বপ্ন অষ্টম সৌভিকের
West Bengal HS Results 2022 declared today: ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়। অধ্যাপকও নয়। তাঁর জীবনের বড় স্বপ্ন ডিফেন্সে কাজ করার।
হিন্দোল দে, কলকাতা: ডাক্তার বা ইঞ্জিনিয়ার (Engineer) নয়। অধ্যাপকও নয়। তাঁর জীবনের বড় স্বপ্ন ডিফেন্সে (Defence) কাজ করার। এমনই কথা জানালেন উচ্চ মাধ্যমিকে (Higher Secondary) অষ্টম স্থানাধিকারী সৌভিক দাস।
উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় (Merit List) আসার স্বপ্ন ছিল। তার জন্য মন দিয়ে পড়াশোনাও (Study) করেছেন। কিন্তু একেবারে প্রথম দশে ঢুকে পড়বেন এমন ভাবনা ছিল না সৌভিকের। কলকাতার চেতলা বয়েজ হাইস্কুলের ছাত্র সৌভিক। তিনি বলেন, 'খুবই খুশি হয়েছি। ভাল পরীক্ষা দিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল যদি মেধাতালিকায় আসি। প্রথম কুড়ির মধ্যে হলেও হতো। ভাবিনি অষ্টম হয়ে যাব। আমি খুব খুশি।' যদিও শুধু পড়াশোনা নয়। খেলাধূলাতেও (Sports) সমান স্বচ্ছন্দ সৌভিক। প্রতিদিন সকালে খেলার জন্য সময় রাখতেন তিনি। জানালেন এমনটাই। ঘড়ি ধরে পড়াশোনা (Study) করেননি বলে জানালেন তিনি। পড়াশোনার জন্য সেরকম চাপও নেননি।
কীভাবে প্রস্তুতি চলেছে?
নির্দিষ্ট ভাবে কোনও রুটিন ফলো করার কথা বলেননি সৌভিক দাস (Souvik Das)। প্রতিদিনই নিয়ম করে পড়তেন। খেলাধূলা করতেন, পাশাপাশি ভাল করে পড়াশোনাও করেছেন তিনি।
অনলাইনে পড়াশোনা করতে সমস্যা হয়েছে? কোভিডের (Covid) জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। মূলত অনলাইনেই পড়াশোনা হয়েছে। সমস্য়া হয়নি? সৌভিক জানালেন, স্কুলের শিক্ষকরা খুব ভাল করে সাহায্য করেছেন। পাশাপাশি প্রাইভেট টিউশনের শিক্ষকরাও খুব সাহায্য করেছেন। সেভাবেই প্রস্তুতি নিয়েছেন বলে জানালেন তিনি।
ভবিষ্যতে কী হতে চান সৌভিক:
কমার্স নিয়ে পড়তে চান অষ্টম স্থানাধিকারী সৌভিক দাস। সিএ (CA) পড়তে চান তিনি। তবে তাঁর বড় স্বপ্ন ডিফেন্সে বা প্রতিরক্ষা ক্ষেত্রে যোগদান করার। তিনি বললেন, 'নবম শ্রেণি থেকে ডিফেন্সে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছি। তাঁরাও দেশের স্তম্ভ।'
সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com
উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন https://wb12.abplive.com
আরও পড়ুন: সামনের বছর পূর্ণাঙ্গ সিলেবাসে উচ্চ মাধ্যমিক, জানাল সংসদ