WB Madhyamik Results 2023 Toppers: মাধ্যমিকের মেধাতালিকায় কে কোথায়? একঝলকে কৃতীদের তালিকা
West Bengal Madhyamik Result 2023: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। প্রথম দশে রয়েছেন ১১৮ জন ছাত্রছাত্রী। পাশের হারের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর। একঝলকে রইল কৃতীদের নাম।
কলকাতা: মাধ্যমিকে (Madhyamik Topper) প্রথম হয়েছেন কাটোয়া (Katwa) দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। দেবদত্তার প্রাপ্ত নম্বর ৬৯৭। এ বছর পাসের হার এবছর ৮৬.১৫ শতাংশ।
মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন শুভম পাল, রিফাত হাসান, তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯০।
মাধ্যমিকে (Madhyamik Result) তৃতীয় হল অর্ক মণ্ডল, সৌম্যদীপ মল্লিক, মহম্মদ সারওয়ার ইমতিয়াজ, মাহির হাসান, সরাজ পাল, অর্ঘ্যদীপ সাহা, তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯০।
মাধ্যমিকে চতুর্থ হয়েছেন সমাদৃতা সেন, অনীশ বাড়ুই, তুহিন বেরা, অর্ক বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ মণ্ডল, শুভজিৎ দে, সুপ্রভ আদক।- ৬৮৯
মাধ্যমিকে পঞ্চম স্থানে রয়েছে অন্বেষা চক্রবর্তী, এসান পাল, রূপায়ান পাল, এসকে শাহীদ ওয়াসিফ, অনুশ্রেয়া দাস, শুভজীৎ দেব, প্রাপ্ত নম্বর ৬৮৮
মাধ্যমিকে ষষ্ঠ রয়েছেন ১১ জন। বিদিশা কুণ্ডু, অনিক বারুই, সৌমজিৎ দাস, সৌমজিৎ নাইন, সুর্যেন্দু মণ্ডল, অপূর্ব সামন্ত, প্রাণীল জশ, সতীর্থ সাহা, রায়ান আবেদিন, ঋদ্ধিশ দাস, সুচেতনা রায়, প্রাপ্ত নম্বর ৬৮৭।
মাধ্যমিকে সপ্তম হল সুচেতনা রায়, অদৃজ গুপ্ত, অনুষ্পিতা সাঁতরা, যিষ্ণু ঘোষ, সুমন হাজরা, দেবশঙ্কর সাঁতরা, শিবেন্দু বেরা, শুভজীপ সরকার, প্রাপ্তি ঘোষাল, স্নেহা কর, সৌমী দে, ঋদ্ধিক পাল, সামরিক আখতার, প্রান্তিক গঙ্গোপাধ্যায়, সরন দেবনাথ, সত্যম বণিক, গোলা
মাধ্যমিকে নবম হল রুদ্রনীল ঘোষ, অভীক আদক, শিবম পাঠক, আরিয়ান গোস্বামী, অর্কপ্রণ জানা, দৈপায়ন মান্না, শুভ্র সাধুখাঁ, সমুদ্র দত্ত, কৃষ্ণকলি ত্রিপাঠী, সুমাল্য মহাপাত্র, শ্রেয়া চক্রবর্তী, শবনম পরভিন, শুভদীপ চপাদার, ঈশিতা ভট্টাচার্য, প্রাপ্ত নম্বর ৬৮৪
মাধ্যমিকে দশম হল তুষালি ঘোষ, তন্ময় ঘোষ, তনয়া টিকাদার, প্রত্যূষ চট্টোপাধ্যায়, শমিক মাহাতা, সাগ্নিক মণ্ডল, রুদ্রনীল দাস, রাকিব রানা লস্কর, সমায়িতা দাস, নম্রতা কোলে, অয়নদীপ সেনগুপ্ত, বিনায়ক সেনাপতি, ময়ূখ পাত্র, বিরেশ ঘোষ, বর্ণময় বারিক, সাগ্নিক রায়।
কোন জেলায় কতজন কৃতী: মাধ্যমিকের মেধা তালিকায় মালদার ২১ জন, পূর্ব বর্ধমানে ১৭ জনের পাশাপাশি বাঁকুড়া থেকে ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩ জন রয়েছে প্রথম দশে। পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন রয়েছেন তালিকায়। ৯ জন রয়েছে উত্তর ২৪ পরগনা থেকে। পশ্চিম মেদিনীপুর থেকেও তালিকায় রয়েছে ৯ জন। পুরুলিয়া থেকে যে তালিকায় রয়েছে ৬ জন। ৫ জন হুগলি থেকে রয়েছেন তালিকায়। হাওড়া ও কোচবিহার থেকে যথাক্রমে ৪ জন ও ৩ জন স্থান করে নিয়েছে মেধা তালিকায়। বীরভূম থেকে ২ জন স্থান করেছে তালিকায়। পাশাপাশি নদিয়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন করে রয়েছে মেধা তালিকায়।