Asansol Municipal Poll 2022 : আসানসোল পুরভোটে ঝরল রক্ত, বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Municipal Poll 2022: আজ পুরভোট ঘিরে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে আসানসোল থেকেও...
আসানসোল : সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর ছিল। এবার রক্তপাতও দেখল আসানসোলবাসী। আসানসোল পুরসভার (Asansol Municipality) ১৫ নম্বর ওয়ার্ডে বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থী (BJP Candidate) আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে এখনও শাসকদলের প্রতিক্রিয়া মেলেনি।
প্রার্থী বলেন, "বাইরে থেকে ছেলে এনে ভোটে রিগিং করছে। ২০০ জন প্রায় ছিল। আমাদের মেরেছে। আমার মাথায় লোহার রড দিয়েছে মেরেছে। হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ওরা আগে আমার ওপর আগ্নেয়াস্ত্র পয়েন্ট করে। চারটি লাঠি দিয়ে মারে। পুলিশ কিছু করছে না।"
অন্যদিকে আজ আসানসোলের (Asansol) ২৭ নম্বর ওয়ার্ডে হাজি কদম রসুল স্কুলে উত্তেজনা ছড়ায়। বহিরাগতদের ঢোকানোর অভিযোগ বিজেপি প্রার্থী (BJP Candidate) চৈতালি তিওয়ারির স্বামী জিতেন্দ্র তিওয়ারির। পাল্টা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এনিয়ে বিজেপি নেতার সঙ্গে বচসা। উত্তেজনা ছড়ানোর অভিযোগে তাঁকে বুথ থেকে বের করে দেয় পুলিশ। এরপর বুথের বাইরে চেয়ারে বসে নজরদারি জারি রাখেন বিজেপি নেতা।
আরও পড়ুন ; জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, বিজেপির মহিলা প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ
জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, মহিলা প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান প্রার্থী। তৃণমূল কর্মীরা বুথের বাইরে ভিড় করে রয়েছেন। অন্যদিকে জনৈক ব্যক্তি অভিযোগ তোলেন, জিতেন্দ্র তিওয়ারি সাধারণ মানুষের সমস্যা করছেন। ভোট দিতে দিচ্ছেন না।
এছাড়া আসানসোল দক্ষিণের (Asansol South) বিজেপি বিধায়ক (BJP MLA) অগ্নিমিত্রা পালকে আটকে রাখার অভিযোগ ওঠে। অগ্নিমিত্রা পালের বাড়ির সামনে আসানসোল কমিশনারেটের তরফে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। অভিযোগ, তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। সেই কারণে পুলিশ তাঁকে নোটিস দিতে আসে। বলা হয়, তিনি নির্দিষ্ট ওয়ার্ডের বাইরে বেরোতে পারবেন না। যদিও তিনি তা গ্রহণ করেননি বলে দাবি করেছেন অগ্নিমিত্রা।