BJP Meeting: পুরভোটে ধরাশায়ী বিজেপি, ‘চিন্তন বৈঠকে’ বসছে গেরুয়া শিবির
BJP Meeting: দলের সব বিধায়ক, জেলা সভাপতি ও পদধিকারীদের হাজির থাকার নির্দেশ। সূত্রের খবর, দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে।
![BJP Meeting: পুরভোটে ধরাশায়ী বিজেপি, ‘চিন্তন বৈঠকে’ বসছে গেরুয়া শিবির WB Municipal Poll Result 2022: BJP lost in Municipal Election, members organized meeting BJP Meeting: পুরভোটে ধরাশায়ী বিজেপি, ‘চিন্তন বৈঠকে’ বসছে গেরুয়া শিবির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/28/487840677bffa450a37d327e1bd8e77f_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দীপক ঘোষ, কলকাতা: কর্পোরেশনের পর ১০৮ পুরসভা (WB Municipal Election 2022) ভোটেও ধরাশায়ী বিজেপি (BJP)। ৫ মার্চ ‘চিন্তন বৈঠকে’ বসছে গেরুয়া শিবির। ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে বিজেপির চিন্তন বৈঠক। দলের সব বিধায়ক, জেলা সভাপতি ও পদধিকারীদের হাজির থাকার নির্দেশ। সূত্রের খবর, দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে।
গোটা রাজ্যের জেলা সভাপতি সহ বিধায়কদের এই বৈঠকে ডাকা হয়েছে। দলের পর্যবেক্ষকদের এই বৈঠকে ডাকা হয়েছে। যদিও গেরুয়া শিবিরের বক্তব্য, পুরভোটে দলের যে ফলাফল সামনে এসেছে, তাকে দলের বিপর্যয় হিসেবে তাঁরা দেখছেন না। ভোট লুঠের যে অভিযোগ তারা করেছিলেন, সেই লুঠেরই এই ফলাফল বলে মত বিজেপির। যদিও গেরুয়া শিবিরের একাংশের মতে, রাস্তায় নেমে দল যদি প্রতিরোধ করতে পারত, দল রাস্তায় সেভাবে থাকতে পারেনি। সাংগঠনিকভাবে দলকে চাঙ্গা করতে হবে বলে মত গেরুয়া শিবিরের। সেটা করতে হবে তৃণমূল স্তর থেকে দলকে ঢেলে সাজাতে হবে মত শীর্ষনেতাদের। কেন শাসক দলকে প্রতিরোধ করা যায়নি? কেন রাস্তায় নেমে প্রতিবাদ করা যায়নি? কোথায় কোথায় খামতি আছে? সবটাই আলোচনায় উঠে আসবে বলে সূত্রে খবর।
১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী নির্দল। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল। ৩০টি পুরসভা বিরোধীশূন্য। ১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল। প্রায় ৪ দশক পরে কাঁথির অধিকার হারাল অধিকারীরা। প্রায় ৩ দশক পরে বহরমপুর হাতছাড়া কংগ্রেসের। জয়নগর-মজিলপুর পুরসভাও তৃণমূলের কাছে হারাল কংগ্রেস। নদিয়ার তাহেরপুর পুরসভা দখলে রাখল সিপিএম। চমক দিয়ে দার্জিলিং পুরসভা দখল করল নতুন পার্টি ‘হামরো’। দিলীপ, সুকান্ত, অর্জুনের গড়েও ধরাশায়ী গেরুয়া। এদিকে পুরভোটে খাতা খুলতে না পারায় বিজেপিকে তীব্র কটাক্ষ বিজেপি থেকে বহিষ্কৃত জয়প্রকাশ মজুমদারের। এদিন তিনি বলেন, "তৃণমূলের কাছে ১০২ গোলে হেরেছে বিজেপি।''
আরও পড়ুন: WB Municipal Election Result: বামগড়ে তৃণমূলের জয়জয়কার, বরানগরের ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী ঘাসফুল শিবির
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)