Suvendu Adhikari: আগামীকালই সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু অধিকারী
Calcutta High Court: শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি কৌশিক চন্দ। বিরোধী দলনেতাকে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিল আদালত।
কলকাতা: শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিরোধী দলনেতাকে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। এই নির্দেশের পর আগামীকালই সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কালই সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা: এদিন শুনানি পর্বে বিচারপতি কৌশিক চন্দ বলেন, কোনও উস্কানিমূলক বক্তব্য করতে পারবেন না শুভেন্দু অধিকারী। তাঁর নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করবে রাজ্য পুলিশ। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী ব্যবহার করা যেতে পারে। আদালতের এই নির্দেশের পর মঙ্গলবারই সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু। এদিন আদালতের নির্দেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “আমি মাহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি মহোদয় তাঁর কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি কালকে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। সকাল ৯টায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালির উদ্দেশে, এবং আমি চেষ্টা করব সন্দেশখালির গ্রাম পঞ্চায়েতে আমার চিহ্নিত করে দেওয়া ছয়, সাত, আটটি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে।’’
এর আগে, প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি কৌশিক চন্দ বলেন, "সন্দেশখালির যে অঞ্চলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে, সেখানে যাওয়ার অনুমতি পেতে পারেন শুভেন্দু অধিকারী। এলাকা নির্দিষ্ট করে আদালতকে জানানোর জন্য বিরোধী দলনেতার আইনজীবীকে নির্দেশ দেন বিচারপতি। এর পাশাপাশি বিচারপতি বলেন, সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে কোনও নাগরিক যে কোনও জায়গায় যেতে পারেন। রাজ্য বলতে পারে না যে কোনও নির্দিষ্ট ব্যক্তি সন্দেশখালি যাবেন না। প্রশাসন অবশ্যই বিধি নিষেধ আরোপ করতে পারে। কিন্তু যাবেন না, এটা বলতে পারে না। সেই বিধি-নিষেধ আদৌ গ্রহণযোগ্য কি না, বা সেখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কি না সেটা আদালত খতিয়ে দেখবে।''
অন্যদিকে এদিন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা হাজির হয়েছিলেন সন্দেশখালিতে। সেখানে গিয়ে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন। তাঁদের সঙ্গে নিয়ে গিয়ে থানায় অভিযোগও দায়ের করেন। সামগ্রিক পরিস্থিতি দেখে রাষ্ট্রপতি শাসনের সওয়াল করেন তিনি। এর আগে গত সপ্তাহে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করেছিল জাতীয় তফশিলি কমিশন। সেই রিপোর্টেও তাঁরা রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে। এদিন সন্দেশখালির পরিস্থিতি সম্পর্কে রেখা শর্মা বলেন, "অত্যন্ত খারাপ পরিস্থিতি। রাষ্ট্রপতি শাসন ছাড়া কিছু হতে পারে না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: HS 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষা পর্বে শব্দবাজির তাণ্ডব, প্রতিবাদ করায় মারধর নিউটাউনে