WB SET Exam 2022: আজ রাজ্যের কলেজ সার্ভিস কমিশনের সেট, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন রুমে পরীক্ষার ব্যবস্থা
এ বছর সেটে বসছেন প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী। সংক্রমণ এড়াতে অধিকাংশ পরীক্ষার্থীই গণ পরিবহণের পরিবর্তে ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে আসার ব্যবস্থা করেছেন।
কলকাতা: করোনা আবহে আজ রাজ্যে কলেজ সার্ভিস কমিশনের সেট (SET)। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা। সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের। করোনা আবহে কোভিড বিধি (Covid Resriction) মেনে সেট। পরীক্ষা কেন্দ্রে থাকছে আইসোলেশন রুম (Isolation Room)।
যদি কোনও পরীক্ষার্থীর করোনার উপসর্গ দেখা যায় অথবা যদি কোনও পরীক্ষার্থী পজিটিভ হন, তাঁকে আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে হবে। একটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থীকে বসানোর ব্যবস্থা।
প্রতিটি রুমে থাকছে স্যানিটাইজার। থাকছে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। এ বছর সেটে বসছেন প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী। সংক্রমণ এড়াতে অধিকাংশ পরীক্ষার্থীই গণ পরিবহণের পরিবর্তে ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে আসার ব্যবস্থা করেছেন।
উল্লেখ্য আগেই জানিয়ে দেওয়া হয়েছিল করোনা আবহে বন্ধ স্কুল-কলেজ বন্ধ থাকলে অধ্যাপক নিয়োগ পরীক্ষা (State Eligibility Test) স্থগিত নয়। আগের সিদ্ধান্ত মতো আজ রবিবারই পরীক্ষা নেওয়া হবে বলে জানায় কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। এ বারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮৩ হাজার। কিন্তু সংক্রমণ যখন হু হু করে বেড়ে চলেছে, সেই সময় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঘিরে সমালোচনা শুরু হয়ে।
পরীক্ষা পিছনোর দাবিতে এক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠি দিয়েছিল সরকারি কলেজ শিক্ষক সমিতি। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। তার মধ্যেই কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার দিন ঘোষণা করে দেয়।
করোনার দুই ঢেউ কাটিয়ে আগামী ৯ জানুয়ারি অর্থাৎ রবিবার সেট পরীক্ষা হবে বলে আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু বড়দিন এবং বর্ষবরণের পর থেকে যে ভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে সংক্রমণ, তাতে অন্তত আংশিক বিধিনিষেধ থাকা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি উঠছিল। যে ভাবে পুলিশ এবং শিক্ষাকর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাতে ১৫ জানুয়ারির পর পরীক্ষার দিন ঠিক করার সুপারিশ করছিলেন অনেকেই, যাতে পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। তবে আজই পরীক্ষা হচ্ছে।
করোনাকালে, গত দু’বছর সেট পরীক্ষা হয়নি। মাঝে পরিস্থিতি শোধরানোয় এ বছর পরীক্ষা হবে বলে আশাবাদী ছিলেন পরীক্ষার্থী। কিন্তু গত দু’বছর পরীক্ষা না হওয়ায়, পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৩ হাজার হয়েছে এত সংখ্যক পরীক্ষার্থীর নিরাপত্তার দিকটি ভাবাচ্ছে শিক্ষামহলকে।
শিক্ষা দফতর যদিও জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিকে যত্ন সহকারে জীবাণুমুক্ত করা হবে। সামাজিক দূরত্ব বিধি মেনেই বসার ব্যবস্থা করা হবে পরীক্ষার্থীদের। একই সঙ্গে বাড়ি থেকে দূরে গিয়ে যাতে পরীক্ষা দিতে না হয় পরীক্ষার্থীদের, তার ব্যবস্থাও করা হয়েছে।