WB Weather Updates: কলকাতায় আংশিক মেঘলা আকাশ, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
Weather Forecast: আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া দুই দিনাজপুর এর কিছু অংশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম তাপমাত্রা ।
দক্ষিণ ২৪ পরগনার আজকের আবহাওয়া (South 24 Parganas Weather Update):
আজ ১১ মার্চ শনিবার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে মার্চের শুরুতেই যে বাড়বে গরম, সেই পূর্বাভাস ইতিমধ্যেই মিলে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছিল, প্রথম সপ্তাহেই পারদ ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে। জেলায় জেলায় আবহাওয়ার ভোলবদলও শুরু হবে মার্চের প্রথম দিকে। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। গত সপ্তাহ থেকে দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে ।পারদের ওঠানামা অব্যহত দক্ষিণ ২৪ পরগনায়। তবে ধীরে ধীরে ঠান্ডা কমতে কমতে এদিন ফের আবহাওয়ার ভোলবদল। এদিন ভোরের দিকে স্বস্তির ঠান্ডা হাওয়া এই জেলায়। মূলত মাঘের শুরুতেই শীত উধাও হয়ে গিয়েছিল। এমনকি গত মাসে সরস্বতী পুজোতেও আবহাওয়া ছিল বেশ গুমোট। আর্দ্রতা বেড়ে বেশ অস্বস্তি বেড়েছিল। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। সবমিলিয়ে পারদের এই ওঠানামার ফলে অনেকেরই ঠান্ডা গরম লেগেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়ার্স।
হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৭৩ শতাংশ। আজ দিনের বেলায় প্রবল গরম অনুভূত হবে। সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। সেই সঙ্গে আবহাওয়ায় ধোঁয়াশা দেখা যাবে। সব মিলিয়ে অস্বস্তিকর পরিবেশ থাকবে। ভারী কাজ করলে গরমে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে মাঝে মাঝেই জল খাওয়া প্রয়োজন। তাতে সমস্যা এড়ানো সম্ভব। রোদের মধ্যে অনেক্ষণ ভারী কাজ করলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই সাবধানে থাকা প্রয়োজন। রাতে বাতাসের গুণমান থাকবে অস্বাস্থ্যকর। সেই সঙ্গে রাতে আবহাওয়ায় থাকবে ধোঁয়াশা এবং গরম অনুভূত হবে। হাওয়ার গুণমানও থাকবে অত্যন্ত অস্বাস্থ্যকর। আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলাতেও বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৯ কিলোমিটারের কাছাকাছি।